জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-দেবারতি বাসুলীঃ-ধর্মঘটের এ বি পি টি এ সমর্থনে পুরশুরা দক্ষিণ চক্রের আজ পথসভা। এ বি পি এ / এ বি পি টি এ জোনাল কমিটির উদ্যোগে ২৮ ও ২৯ মার্চ সাধারন ধর্মঘটের সমর্থনে নালিকুল পোঃ অঃ মোড়ে পথসভা চলছে ।বক্তব্য রাখছেন মঞ্জুরি সিংহরায়,সমীর দাস,প্রশান্ত ঘোষ,পরান কোলে । সভা পরিচালনা করেন রাজু ওরাও।

আগামী ২৮ ও ২৯ তারিখের সাধারণ ধর্মঘটের সমর্থনে পুরশুরা উত্তর চক্রে ABPTA ও ABTA এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো পথসভা ও রামপুরহাটের গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা।উপস্থিত ছিলেন ABPTA পুরশুরা উত্তর চক্রের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।সভায় বক্তব্য রাখেন ABPTA পুরশুরা জোনাল কমিটির সভাপতি- শ্যামসুন্দর ঘোষ,ABTA জোনাল সম্পাদক – নির্মল ঘোরুই, ABPTA পুরশুরা জোনাল সম্পাদক- শ্যামাপ্রসাদ নাগ,ABPTA হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য-সুরজিৎ ঘোষ।এছাড়াও আরো অনেকে।প্রায় ৩ঘন্টার বেশী সময় ধরে চলা এই পথসভায় এলাকার মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়বার মতো।

২৩ শে মার্চ চুঁচুঁড়া সদর শহরে ২৮-২৯ শে মার্চ সাধারণ ধর্মঘট এর সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ১২ ই জুলাই কমিটি, AIKS,AIAWU, ছাত্র – যুব- মহিলা গণ সংগঠন গুলীর ডাকে সং ক্ষিপ্ত সভা হয়।সভায় বক্তব্য রাখেন CITU,AITUC,INTUC,TUCC,UTUC,AICCTU,AIKS,AIAWU এবং হুগলী জেলা বামফ্রন্ট এর আহবায়ক কমরেড দেবব্রত ঘোষ।এছাড়া উপস্থিত ছিলেন ১২ ই জুলাই কমিটির নেতৃত্ব। সভায় ধর্মঘট এর ১২ দফা দাবীর পাশাপাশি রামপুরহাটের গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কা র জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়।
সভার পর প্রায়৩০০০-৩৫০০ মানুষের সুসজ্জিত মিছিল আইন অমান্য করে। ২টি ব্যারিকেড ভাঙার পর ৩ য় ব্যারিকেড এর কাছে পুলিশ এর সাথে ধাক্কাধাক্কি হয়।এখানে CITU নেতৃত্ব বক্তব্য রাখেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল কে গ্রেফতার ও বিনাশর্তে মুক্তির কথা ঘোষণা করা হয়। এইভাবে আজকের কর্মসূচি হুগলী জেলায় পালিত হয়েছে।

সোমনাথ ঘোষঃ-চুঁচুড়ায় আইন অমান্য কর্মসূচিতে যে চটিচাটা পুলিশ আমাদের বল প্রয়োগ করে আটকাতে ব্যস্ত ছিল তাঁর কয়েক জন যদি রামপুরহাটে দায়িত্ব পালন করতো তাহলে এত জন মহিলা ও শিশু মারা যেত না

সুপর্না রায়ঃ-হুগলী-চুঁচুড়া অস্থায়ী পৌর মজদুর ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত জন প্রতিনিধি ও পদাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়! স্থান:- টাউন হল।

Up

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।