চিন্তন নিউজঃ- দেবারতি বাসুলীঃ-আগামী ২৮ ও ২৯ তারিখ সারা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে কামারপুকুর এ বি ডিও অফিস মোড়ে অটো প্রচার ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুদীপ্ত সরকারঃ-আগামী ২৮,২৯ শে মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে জাঙ্গীপাড়া থানা গণসংগঠনগুলির সমণ্বয় কমিটির আহ্বানে আজ এক বিশাল মিছিল রাজবলহাট নস্করডাঙ্গা পার্টি অফিস থেকে শুরু করে তাঁত কলোনী ঘুরে নস্করডাঙ্গায় শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন কমরেড সুদীপ্ত সরকার, শ্যামল পালধি, তপন রায়, কাশীনাথ হাজরা, রওসন আলি মল্লিক, মানস চ্যাটার্জী, গণেশ পাল, অমিতাভ ব্যানার্জী, রাজকুমার ঘোষ, নারায়ণ কোলে সহ জাঙ্গীপাড়া থানার গণসংগঠনগুলির নেতৃত্ববৃন্দ।
সোমনাথ ঘোষঃ-২৮-২৯ শে সাধারণ ধর্মঘটের সমর্থনে গঙ্গাধরপুরে ইউ বি আই এর সামনে কেন্দ্রীয় গর্ভন্টমেন্ট পেনশনার্স এস্যোসিয়েশন এর উদ্যোগে অবস্থান চলছে।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ কমরেড রাসবিহারী চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ।
তিলক ঘোষঃ-আগামী ২৮ ও ২৯মার্চ ‘২২ এ সাধারণ ধর্মঘট ও গ্রামীণ হরতালের সমর্থনে গোঘাট অঞ্চল কৃষক সমিতি ওখেতমজুর ইউনিয়ন ও সিটুর উদ্যোগে গোঘাট জিপির প্রায় পনেরো (১৫ টি )টি গ্রামের প্রতিটি পাড়ার মধ্যে সকাল থেকে টোটো সহযোগে মাইক প্রচার করা হয় এবং লিফলেট বিলি করা হয় ।মাঠে আলু তোলা হচ্ছে ।মাঠ থেকে এসে গাড়ি থামিয়ে লিফলেট নিচ্ছে ।
সারাদিন প্রচার শেষে গোঘাট বকুলতলার বাজারে পথসভা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় ।পথসভায বক্তব্য রাখেন সি আই টি ইউ এর নেতৃত্ব তিলক ঘোষ ।
টোটো সহযোগে মাইক প্রচার এ ছিলেন নব পাত্র, উত্তম রায ,সুকুমার মান্ডি, কৃষ্ণপদ রায,ভাস্কর রায ।পথসভায ছিলেন মহম্মদ ইযাসিন, গুনধর মন্ডল, কোব্বাত মন্ডল,আজিবর, তহিদ ,সিরাজ, মহিউদ্দিন, বাসুদেব সিং প্রমুখ ।