জেলা

দঃ ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ – অভিজিত দাসগুপ্ত র প্রতিবেদন — আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের উস্তি এরিয়া সমন্বয় কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় উস্তিতে। বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোক নস্কর। তিনি বলেন নির্মাণ কর্মীদের সামাজিক সুরক্ষা থেকে রাজ্য সরকার বঞ্চিত করে নির্মাণ কল্যাণ পর্ষদের টাকা সরিয়ে অন্য খাতে ব্যয় করা হচ্ছে, পর্ষদে নথিভুক্ত নির্মাণ শ্রমিকের প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। পেনশন দেওয়া হচ্ছে না। টাকা না দিলে কাজ হচ্ছে না। ডিএলসি অফিস গুলো ঘুষের রাজত্বে পরিণত হয়েছে। এনিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। পেনশন প্রাপকদের সভা করে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান। আগামী ৯-১১ আগস্ট কলকাতায় সিআইটিইউ সর্বভারতীয় কাউন্সিল সভা সফল করার এবং এই উপলক্ষে আগামী ৯ আগস্ট কলকাতায় সিআইটিইউর ডাকে মহতী সমাবেশে যোগদানের আহবান জানান। তিনি ছাড়া বক্তব্য রাখেন জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর সদস্য নাজিবর রহমান, সিআইটিইউ এরিয়া ট্রেড কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক প্রতাপ পাল ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সদস্য কমলেশ নস্কর।অপর দিকে আজ আজ সকালে CITU -র সোনারপুর পশ্চিম এরিয়া কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আগামী ৯-১১ আগস্ট কলকাতায় সিআইটিইউর সর্বভারতীয় কাউন্সিল সভা সফল করতে গড়িয়া মোড়ে অর্থ সংগ্রহ করা হয়।

সংবাদ দাতা অভিজিত ব্যানার্জী –
আজ বারুইপুর পশ্চিম -১ এরিয়া কমিটির ডাকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শমীক লাহিড়ী। এই সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটি সম্পাদক প্রসেনজিৎ কর্প ও জেলা কমিটির অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির অন্যতম সদস্য স্বপন চক্রবর্ত্তী। এই সভায় হরিহরপুর অঞ্চলের হসপিটাল পাড়া (৫০নং) বুথ থেকে ওই অঞ্চলের কর্মী সমর্থক গণ জ্যোতি বসু ট্রাষ্টের জন্য টাকা তুলে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শমীক লাহিড়ীর হাতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।