জেলা

কলকাতার টুকিটাকি..…..


কাকলি চ্যাটার্জি:- চিন্তন নিউজ: ০৩/০৬/২০২৩:- (১) 1. নিয়োগ দূর্নীতির বিরুদ্ধে তদন্তে অহেতুক টালবাহানা করা চলবে না।

  1. অভূতপূর্ব নিয়োগ দুর্নীতির আসল মাথাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
  2. নিয়োগ দুর্নীতি ধামাচাপা দিতে RSS-BJP-TMC’র গোপন বোঝাপড়া নিপাত যাক।
  3. অবিলম্বে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ সুনিশ্চিত করতে হবে।

উপরোক্ত দাবিগুলোকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত হল সিপিআইএম চৌরঙ্গী-২ এরিয়া কমিটির অন্তর্গত ৫০ এবং ৫১ নং ওয়ার্ডে ।
, এছাড়া ৪৯ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে মিছিল পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ ওঠে ” চোর ধরো জেল ভরো “, অবিলম্বে দুর্নীতির শীর্ষে থাকা ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

(২)রাজ্য ও দেশব্যাপী দুর্নীতির উৎস উন্মোচন ও দুর্নীতিগ্রস্থদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে, রাজ্যব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর অংশ হিসেবে দাসপাড়া অঞ্চলজুড়ে স্বাক্ষর সংগ্রহ।
সিপিআইএম মানিকতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে।

(৩) রাজ্যজুড়ে নিয়োগ দূর্নীতির মাথা তৃণমূলের শীর্ষনেতাদের গ্রেফতারের দাবীতে এবং
দিল্লীতে আন্দোলনরত কুস্তিগিরদের লড়াইয়ের সংহতিতে মিছিল অনুষ্ঠিত হয় সিপিআইএম জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির আহ্বানে।

(৪)কসবা-২(ঢাকুরিয়া) এরিয়া কমিটির অন্যতম দাসপাড়ায় স্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে পথচলতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয়।

(৫) সিপিআইএম কাশীপুর বেলগাছিয়া ১ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড টালার ৯৬ ও সি.আই.টি আও রাজাবাগান শাখা অঞ্চলে স্বাক্ষর সংগ্রহ অভিযান।
দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান চলছে,,,,
রাজ্যের লক্ষ্য মাত্রা ১ কোটি….. এরিয়ার লক্ষ্যমাত্রা প্রতিটা বুথের প্রতিটা ঘর থেকে বাজার দোকান সব জায়গায় সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।