চিন্তন নিউজ:কল্পনা গুপ্ত :২৫ শে সেপ্টেম্বর – মোদী সরকারের জনবিরোধী কৃষি অর্ডিন্যান্স বিলের প্রতিবাদে আজ সারা দেশজুড়ে বাম গণতান্ত্রিক সংগঠনের ডাকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালিত হলো।
পূর্ব বর্ধমান জেলা শহরের প্রানকেন্দ্র পার্কাস রোড সংলগ্ন এলাকায় শ্রমিক, মহিলা, যুব, ছাত্র সংগঠনের কর্মী, নেতৃত্ব এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা অচিন্ত মল্লিক, অগ্রগামী কিষাণ সভার পক্ষে অরুণ চ্যাটার্জি, বারোই জুলাই কমিটির প্রনব আইচ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার, আভাস রায়চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মীরা। সভা শেষে জনবিরোধী কৃষি বিল পোড়ানো হয় ও রাস্তা অবরোধ করা হয়।
একই ভাবে সারাভারত কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে মেমোরি ২, মন্তেশ্বর, সগড়াই বাজার, কালনা শহর, গলসির উড়োচটি- খালোনপুলে,ভাতার, পালসিটের ২ নম্বর জাতীয় সড়কে, কেতুগ্রাম, মংগলকোট অঞ্চলে, কাটোয়ার কুরচিতে, রায়না- খন্ডঘোষে, পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে কর্পোরেট রাজ হটাও কৃষি ও কৃষক বাঁচাও কর্মসূচি পালিত হয়। বিভিন্ন স্থানে অমল হালদার, অচিন্ত মল্লিক, আভাস রায়চৌধুরী, অঞ্জু কর প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে জনমানসে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রায়না আঞ্চলিক কমিটির উদ্যোগে নান্দাল ইউনিট এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
