জেলা

হাসফাঁস গরমের হাত থেকে বাঁচতে  হালকা ঠান্ডায় প্রকৃতির অনাবিল আনন্দ নিতে পর্যটকদের ভীড় দার্জিলিং শহরে।


দীপশুভ্র সান্যাল:- চিন্তন নিউজ,১৬ জুন :-
কলকাতার হাঁসফাঁস গরমের হাত থেকে বাঁচতে দার্জিলিং মুখী বহু পর্যটক। সিকিম যাওয়ার রাস্তা বন্ধ, গ্যাংটক শিলিগুড়ির রাস্তায় ধস পাহাড়ের অবিরাম বৃষ্টিতে ক্রমাগত বাড়ছে তিস্তার জল
তাই সিকিম যাওয়ার ঝুঁকি না নিয়ে।  ঝিরঝির বৃষ্টি আর ঘন কুয়াশার চাদরে মোড়া দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কলকাতার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পর্যটকরা ভীড় জমিয়েছেন দার্জিলিং এ। দমদম থেকে
দার্জিলিং এ ঘুরতে যাওয়া পর্যটক অজন্তা কোলে জানান বাড়ি থেকে যখন বেরোই তখন হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত দার্জিলিং এসে হালকা ঠান্ডায় মনোরম পরিবেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করে আমরা অভিভূত।


গুজরাট থেকে আসা পর্যটক দলের সদস্যরা জানান উত্তরবঙ্গ বিশেষত দার্জিলিংয়ের আবহাওয়ায় তারা অভিভূত এখানে যেভাবে সারা দিন ধরে ঝিরঝির বৃষ্টিপাত হচ্ছে তা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। হালকা ঠান্ডায় প্রকৃতির  অনাবিল  আনন্দ নিতে দার্জিলিং ম্যাল, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ। পর্যটকদের ভীড়ে থিক থিক করছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।