দেশ বিদেশ

ভারত – চীনকে আর উন্নয়নশীল দেশের সুবিধা পেতে দেবো না : ট্রাম্প


রত্না দাস, চিন্তন নিউজ, ১৬ আগষ্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  মতে ভারত আর চীন উন্নয়নশীল দেশের পর্যায়ে আর পড়ে না। তা সত্ত্বেও তারা বিশ্ব বাণিজ্য সংগঠনের (ডব্লিউটিও) আওতায় থাকা সব সুযোগসুবিধা নিয়ে চলেছে। এটা আর চলতে দেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার পেন্সিলভিয়ায় একটি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এশিয়ার অর্থনীতিতে ভারত ও চীন দুটি বৃহৎ শক্তি। তাই এদুটি দেশ আর মোটেই উন্নয়নশীল দেশের পর্যায়ে আর নেই।” জেনিভার বিশ্ব বাণিজ্য সংস্থা বিভিন্ন দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য নিয়ন্ত্রণ করে। ভারত ও চীনে ঢোকা মার্কিন পণ্যের উপর দুই দেশই প্রচুর শুল্ক চাপায়। তাতে মার্কিন ব্যাবসায়ীদের অসুবিধা হয়। এটাই মার্কিন প্রেসিডেন্টের উষ্মার কারণ।

ট্রাম্পের মতে ভারত, চীন ও তুরস্কের মতো দেশ গুলি আর ‘উন্নয়নশীল দেশের’ পর্যায়ে নেই। ভারত ট্রাম্পের কাছ থেকে ‘শুল্ক চাপানোর রাজা’ খেতাব পেয়েছে আর চীনের বিরুদ্ধে তো বাণিজ্য যুদ্ধেই নেমে পড়েছে। যে দেশগুলি বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া  তকমার  সুযোগ সুবিধা নিয়ে চলেছে ট্রাম্প তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা  নিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।