জেলা

দঃ ২৪পরগনা জেলা নির্বাচনী সংবাদ —


চিন্তন নিউজ — চন্দনা বাগচীর প্রতিবেদন –
গত ১৩/৪ তারিখে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত চকচান্দুল জেলে পাড়া শাখার শহীদ বেদির পতাকা এবং তৎসংলগ্ন অঞ্চলে যা পতাকা এবং নির্বাচনী ফেস্টুন লাগানো হয়েছিল, সেইগুলো শাসক তৃণমূল এর গুন্ডা বাহিনী খুলে রাস্তায় ফেলে দেয় রাতের অন্ধকারে পরের দিন। এছাড়াও অঞ্চলের আট টি দেওয়াল লিখন করা হয় সব মুছে দেয়। তাঁদের হুমকি ছিল এখানে ভাইপো ছাড়া আর কিছু প্রচার করা যাবে না। কিন্তু এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে সিপিআইএম কর্মীরা পুনরায় তাঁদের দেওয়াল লিখন করেন এবং এলাকা লাল পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন চন্দনা বাগচী, রাজা মিত্র, ইন্দ্রজিৎ পাল, শম্বু নস্কর, পান্না হালদার, অশোক রায়, কবিতা প্রামানিক, বিজয়া দত্ত সহ আরও অনেক নেতৃবৃন্দ। এবং অঞ্চলের সাধারণ মানুষ

সৌমিত্র মন্ডলের প্রতিবেদন (বারুইপুর পূর্ব থেকে )—আজ বারুইপুর পূর্ব বিধান সভার অধীনে বেলে গাছি অঞ্চলে যাদবপুর লোক সভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য পরিক্রমা করেন। এলাকায় মানুষের মধ্যে অভাবনীয় উল্লাস চোখে পড়ার মতো।

দেবরাজ মন্ডলের প্রতিবেদন (মগরাহাট থেকে )–মগরাহাট ব্লকের শিরাকোলো আর এস পি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল এর সমর্থনে এবং প্রার্থীকে নিয়ে মানুষের সাথে পরিচয় করার জন্য এক পরিক্রমা করা হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চলের সিপিআইএম এর নেতৃত্ব। তাঁদের মধ্যে ছিলেন দীপক দাস, জয়দেব মান্না, বাসন্তী কয়াল প্রমুখ। আর আর সাথে ছিলেন অঞ্চলের সিপিআইএম কর্মী এবং সাধারণ মানুষ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।