দেশ শিক্ষা ও স্বাস্থ্য

হিজাব পরে সমাবর্তনে আসায়, গেটে ঢুকতেই দেওয়া হ’লনা বিশ্ববিদ্যালয়ের টপারকে।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৪শে ডিসেম্বর:–পুদুচেরী বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনে স্নাতোকত্তরে সর্বোচ্চ নম্বরের অধিকারী রাবিহা আব্দু রেহিম। তাঁর সঙ্গেই ঘটেছে এক ন্যক্কারজনক ঘটনা। হিজাব পড়ে আসায় বিশ্ববিদ্যালয়ের গেটে রক্ষী আটকে দিল তাকে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল জওহরলাল নেহরু অডিটরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর হাত থেকেই মেডেল পাওয়ার কথা ছিল রাহিবার। কিন্তু অভিযোগ , সেই সম্মানের অনুষ্ঠানে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। কারণ তাঁর পরনে ছিল হিজাব।

২০১৮-র ব্যাচের ওই পড়ুয়ার কথায়, রাষ্ট্রপতি আসার খানিক আগেই সে অডিটোরিয়ামে প্রবেশ করতে গিয়েছিল। যা স্বাভাবিক। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেয়। বলা হয়, হিজাব খুলে না এলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। নিরাপত্তারক্ষীদের প্রস্তাবে রাজি হননি রাহিবা। রাষ্ট্রপতি অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে অভিযোগ মেধাবী ছাত্রীর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।