দেশ

লকডাউনে এল‌আইসি এজেন্টদের কমিশনেও তালা


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ: ৬ই মে:- বীমার জগতে সুপরিচিত নাম লাইফ ইন্স‍্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এল আই সি। ১৯৫৬ সাল থেকে সুনামের সঙ্গে কাজ করে চলেছে, আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে জনমানসে। সর্ববৃহৎ সরকারি বিমা সংস্থা যা ২৩ টি বেসরকারি বিমা সংস্থার সঙ্গে লড়াই চালিয়ে ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের ৭০% বাজার। প্রধান কার্যালয় মুম্বাইয়ে। বর্তমানে গ্ৰাহক সংখ্যা প্রায় ৩২ কোটি, মোট সম্পত্তির পরিমাণ ৩৬ লক্ষ কোটি টাকা। সরকারি বাজেটের ২৪’৬% আসে এল আই সি থেকে। ৫১ টি জনমুখী প্রকল্পে ২৬১১ কোটি টাকা অবদান এই সুপ্রাচীন সংস্থাটির।

কিন্তু এই ঐতিহ্যের পিছনে নীরবে কাজ করে চলেছেন লক্ষ লক্ষ এজেন্টরা। প্রত্যেক মাসে গ্ৰাহকের জমা করা টাকার একটা নির্দিষ্ট অংশ তাঁরা পেয়ে থাকেন কমিশন হিসাবে। ২৪ শে মার্চ থেকে শুরু হওয়া তিন দফা লকডাউনের কারণে বহু এজেন্টের আর্থিক অবস্থা শোচনীয়। বেশিরভাগ ক্ষেত্রেই মাসের শেষ সপ্তাহে জমা পড়ে অধিকাংশ প্রিমিয়াম আর শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে লকডাউন। তাছাড়া মার্চ মাস মানেই ইয়ার এন্ডিং এর মাস। সারা বছরের কাজের ঘাটতি মিটিয়ে টার্গেট পূরণের লক্ষ্যে সর্ব‌শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েন এজেন্টরা। আর্থিক বছরের শেষ সপ্তাহ ভীষণ ই গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব কাজ বন্ধ। প্রিমিয়াম জমা না পড়ার জন্য আপডেট হচ্ছে না তাঁদের কমিশন। এল আই সি কোভিড১৯ এর জেরে উদ্ভূত পরিস্থিতিতে ঘোষণা করেছে ২৭১০ কোটি টাকার আর্থিক প্যাকেজ। এজেন্টের কমিশনের ভিত্তিতে সর্বোচ্চ ৫০০০০ টাকা অগ্ৰিম পাবেন দু’দফায় এবং তা শোধ করতে হবে অক্টোবরের মধ্যে। পাঁচ বছরের কম সময় কাজ করছেন যে সমস্ত এজেন্ট তাঁরা এই সুযোগ পাবেন না, এল আই সি র সার্কুলার অনুযায়ী। পাঁচ বছরের কম সময় কাজ করছেন এরকম এজেন্ট ৭৫%, তাহলে দেখা যাচ্ছে সিংহভাগই পাচ্ছেন না কোনো আর্থিক সহায়তা।

এল আই সি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া একাধিকবার চিঠি পাঠিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এজেন্সি কমিশনের ক্ষেত্রে কিছু কাটছাঁট না করার। কিছু ক্ষেত্রে শর্ত লঘু করার। সকল এজেন্টকে ন্যুনতম আর্থিক সাহায্য করার দাবি জানান হচ্ছে বারবার কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। সরকার ব্যস্ত কর্পোরটদের ঋণ মকুব করতে, সরকার ব্যস্ত এল আই সি র অন্তত ১০% শেয়ার বিক্রি করে ৩’৬ লক্ষ কোটি টাকা উদরসাৎ করতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।