মীরা দাস, চিন্তন নিউজ, ৬ জুন: পৃথিবী থেকে ১৫০ আলোকবর্ষ দূরে দুটি বিশাল গ্রহের সন্ধান মিলল। এ যেন এক যুগান্তকারী আবিষ্কার।
নাসা এবার হাজারের বেশী অজানা গ্রহের সন্ধান দেবে, সত্যি এ এক যুগান্তকারী অভাবনীয় আবিষ্কার। নাসা ২০১৮ সালের ১৮ এপ্রিল লঞ্চ করেছিল গ্রহ সন্ধানকারী এক ডিভাইস TESS (Transisting Explanet Survey Sattellite )। যেটিতে সহায়তা করেছিল Space x Falcon ৯ রকেট। সম্প্রতি ( Tess) ডিভাইসটির মাধ্যমে দশহাজারের বেশি গ্রহের খোঁজ পাওয়া যেতে পারে। এই খবরটি সামনে আশায় মানুষের মনে কৌতুহল বেড়ে যায়।
পৃথিবী থেকে প্রায় ১৫০ আলোকবর্ষ দূরে দুটি বড় গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার যুগান্তকারী, তবে আরও পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে বলেছেন বিজ্ঞানিরা। আগামীদিনে আরও দিগন্ত খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই আবিষ্কারের ফলে।