রাজ্য

২০২১ বিধানসভা ভোটের লক্ষ্যে প্রশান্ত কিশোরের শরণাপন্ন মমতা বন্দ্যোপাধ্যায়


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৬ জুন: লোকসভা ভোটে তৃণমূলের আসন কমে যাওয়ায় স্বভাবতই উদ্বিগ্ন তৃণমূল সুপ্রিমো। আজ তিনি নবান্নে দেড়ঘন্টা বৈঠক করলেন ২০১৪ সালে মোদির জয়ের কারিগর প্রশান্ত কিশোরের সাথে। সূত্রের খবর এবার নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সাথে পরামর্শ বন্ধনে আবদ্ধ হ’তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জেতার পর বাংলা জুড়ে গেরুয়া শিবিরের রমরমা বেড়েছে। ২০২১ সালে বিধানসভা ভোটের লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন লড়াই। তাই ২০২১ এর নির্বাচনী বৈতরণী পার হ’তে তৃণমূলের কান্ডারী হচ্ছেন প্রশান্ত কিশোর।
২০১৪ সালে ‘আচ্ছে দিন’ ও ব্র্যান্ড মোদির রূপকার প্রশান্ত কিশোর মোদির জয়ের কারিগর। হিরে চিনতে ভুল করেননি মোদি।

নরেন্দ্র মোদীর সাথে প্রশান্ত কিশোর


এরপর প্রবল মোদি ঝড় রুখে দিয়ে নীতিশ কুমারকে জয়ী করেছিল এই প্রশান্ত কিশোরের রণকৌশল। সদ্য অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুকে হারিয়েছেন জগমোহন রেড্ডি। কিন্তু কংগ্রেস ও সপার জোট কে ডুবিয়ে দিয়েছিলেন উত্তরপ্রদেশে।
যাইহোক এহেন নির্বাচনী কৌশলী নিয়োজিত করা এই রাজ্যে প্রথম। প্রশান্ত কিশোর কি পারবেন ২০২১এ তৃণমূল কংগ্রেস সরকার টিকিয়ে রাখতে ??


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।