শৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:২৮শে মে:- দাসপুর থানার চকপ্রসাদ গ্রামের বাসিন্দা সেখ নুরুল হক এর বড়ো ছেলে শেখ রাজু আলি, সংসারে অর্থের অভাব মেটাতে বোম্বাইয়ে কাজের জন্য পাড়ি দিয়েছিল। লক ডাউন এর ফলে দীর্ঘদিন কাজ ছিল না তার মধ্যেই ফুরিয়ে এসেছিল খাদ্যের সংকুলান , শেষ হয়ে গিয়েছিল সঞ্চিত সব অর্থ । কোনো রকম সহায়তা মেলেনি রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তাই পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় রাজু, বোম্বাই থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় ভুস্বল রেল স্টেশন এর কাছে অনাহারে পড়ে থাকে। স্থানীয় পুলিশ হাসপাতালে ভর্তি করলে গত ২১ শে মে মৃত্যু হয় শেখ রাজুর।
আজ রাজুর বাড়িতে যান এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্বরা। ছিলেন ছাত্র নেতৃত্ব সৌমেন চক্রবর্তী, শুভঙ্কর ব্যানার্জী ,শুকদেব দাস ও যুব নেতৃত্ব পথিক পড়িয়া , কৌশিক চক্রবর্তী প্রবীর সামন্ত সহ অন্যান্যরা তারা রাজুর পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী , পোশাক ও রাজুর ৩ ছেলের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
এসএফআই নেতৃত্বরা জানান যে তাদের সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শেখ রাজুর ৩ টি ছেলের পড়াশুনার খরচ বহন করবে এসএফআই । একই সাথে ছাত্র যুব নেতৃত্বরা রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এদিন রাজুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে শাসক দলের কেউ এখনো তাদের সাথে কোনো রকম যোগাযোগ করেন নি