দেশ বিদেশ

চীন লাদাখের দু’টি সীমান্তবর্তী অঞ্চল থেকে তার সৈন্য প্রত্যাহার করেছে—-


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:১০ই জুলাই:- গতকাল চীনের লিবারেশন আর্মি ভারতীয় সেনাবাহিনীর সাথে সমঝোতার মাধ্যমে পূর্ব লাদাখের গোগড়া ও হট স্পিংসে এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে।

উভয় দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবসময় প্রস্তুত রয়েছেন যাতে এই অঞ্চলে কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধি না পায়। দু-পক্ষই পুনরায় কোনও দ্বন্দ্বের সম্ভাবনা হ্রাস করার জন্য তৎপর এবং এজন্যই গালওয়ান ভ্যালি, গোগড়া ও হট স্পিংস পয়েন্টে তিন কিমি দৈর্ঘ্যের বাফার জোন তৈরির কাজ সম্পূর্ণ করেছে। গতকাল চীনা সৈন্যরা গোগড়া থেকে তাদের বাহিনী প্রত্যাহার করেছে এবং উভয় দেশের সেনাবাহিনীই কোনো প্রকার সংঘর্ষ এড়াতে প্রথম পর্বের সেনামুক্ত করার কাজ সঠিকভাবেই করেছে বলে বি এস এফ সূত্রে জানা গেছে।

তারা বলেছে যে প্যাংগঙ্ লেক অঞ্চলে এখন পুরো ফোকাস স্থানান্তরিত হয়েছে, সেখানে ফিঙ্গার ৪ থেকে সেনাবাহিনী কমিয়ে দেওয়া হচ্ছে। ভারত হুঁশিয়ারি দিয়েছে যে ফিঙ্গার ৪ থেকে ৮ এর মধ্যে কোনো চীনা সেনা মোতায়েন করা চলবেনা। উভয় দেশের সেনাবাহিনী আগামী কয়েকদিনের মধ্যেই এই সেনামুক্ত করার বিষয়টি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কিনা তা দেখার জন্য যৌথভাবে যাচাই করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।