জেলা

জলপাইগুড়ি তিস্তা ব্রিজে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ।


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১লা জুলাই:– জলপাইগুড়ি তিস্তা ব্রিজের সামনে ট্রাক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল আম বোঝাই পিকআপ ভ্যান। ময়নাগুড়ি দিক থেকে আসা এই বোলেরো পিকআপ ভ্যানে আম বোঝাই ছিল শিলিগুড়ি থেকে একটি ট্রাক অতি দ্রুত গতিতে ছুটে আসায় মুখোমুখি গাড়ি দুটির সংঘর্ষ হয়। ঘটনায় দুটি  গাড়ির ড্রাইভার খালাসী আহত হয়েছেন তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে দৃশ্যমানতা কম থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গাড়িদুটির চালক ও খালাশিকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায়, পরবর্তীতে ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুই গাড়ির চালক ও খালাশিকে জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার।

.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।