জেলা

পান্ডুয়ায় হুল বিদ্রোহের লড়াকু সৈনিকদের শহীদের মৃত্যু বরনকে স্মরণ করে সিধু, কানুর প্রতিকৃতিতে মাল‍্যদান


সৌরেন বসু— চিন্তন নিউজ–১লা জুলাই:—  —৩০/৬/২১ তারিখে সকাল থেকে সন্ধ‍্যা পর্য্যন্ত সিধু, কানু,চাঁদ, ভৈরব সহ হুল বিদ্রোহের লড়াকু সৈনিকদের শহীদের মৃত্যু বরন কে স্মরণ করে সিধু, কানুর প্রতিকৃতিতে মাল‍্যদান ও শহীদ বেদীতে মাল‍্য দানের মধ্যে দিয়ে সভা শুরু হয়।পান্ডুয়ার বেলুন ধামাসীন অঞ্চলের পাঁচপাড়ার আদিবাসী অধ‍্যুষিত গ্ৰামে ইটাচূনা রেড ভলান্টিয়াররা উপস্থিত মানুষের মধ্যে ও পাড়ার মধ্যে মাস্কবিলি ও তাপমাত্রা চেক করেন।মূলত কৃষক সভার উদ‍্যোগে পান্ডুয়ার জায়ের,পাঁচপাড়া, চাঁপ্তা, সিমলাগড়, রানাগড়,সরাই,চাঁদপুর, বৈঁচীগ্ৰামের বাগানপাড়ায় ক্ষেতমজুর ইউনিয়ন,কোথাও আদিবাসী অধিকার মঞ্চের সহযোগিতায় এই আলোচনা সভা সহ অনুষ্ঠান হয়য়।আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিশেষত মহিলা,তপশীল জাতি ও অন‍্যান‍্য মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য।পথচলতি মানুষ ও অনেক জায়গায় কৃষক সমিতির লাল ঝান্ডার নীচে অনেক মানুষের অংশগ্রহণ এলাকায় সাড়া ফেলেছে।সংগঠনের পতাকা উত্তোলন বেশিরভাগ জায়গায় গ্ৰামের বয়স্ক আদিবাসী, তপশীল জাতির কমরেডরা করেন।সভাগুলিতে ভাগ করে থানা কৃষক সমিতি, ক্ষেতমজুর ইউনিয়ন, আদিবাসী অধিকার মঞ্চের নেতৃত্ব বক্তব্য রাখেন।বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতির হুগলী জেলার সহ সম্পাদক সৌরেন বসু,জেলা ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক রামকৃষ্ণ রায় চৌধুরী, জেলা কৃষক সমিতির সদস্য ও পান্ডুয়া থানা কৃষক সমিতির সভাপতি গোপাল হেমব্রম, আবুতৈয়ব, সিরাজুল হক, সঞ্জয় মুখার্জী, প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন, অশোক দাস, গৌরাঙ্গ বাহক,মঙ্গল হাঁসদা, রতন রায়,শ‍্যামল ঘোষাল, গোপাল লোহার, সন্টু বাউলদাস প্রমুখ।জমায়েত ছিল সর্ব নিম্ন ২৫ থেকে শতাধিক। বিকালে পান্ডুয়া থানায় জাল ভ‍্যাক্সিনের কেলেঙ্কারি নিয়ে এস,এফ,আই,ডি,ওয়াই,এফ,আই,গণতান্ত্রিক মহিলা সমিতি, কৃষক সমিতি, ক্ষেতমজুর ইউনিয়নের উদ‍্যোগে থানায় ডেপুটেশন দেওয়া হয়।প্রতিনিধি দলে থানা কৃষক সমিতির পক্ষে সম্পাদক সৌরেন বসু অন‍্যান‍্য সংগঠনের সঙ্গে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।