কাকলি চ্যাটার্জি, চিন্তন নিউজ, ২২ মার্চ: কুমারটুলির মৃৎশিল্পীরা কুমারটুলিতে দেওয়াল লিখছেন। শ্যামপুকুর কেন্দ্রে জোটসমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী জীবনপ্রকাশ সাহার সমর্থনে জোরকদমে চলছে প্রচার।
সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী প্রফেসর ( Dr.)ইকবাল আলমের সমর্থনে ৫৯ ওয়ার্ডে আড্ডিবাগানে সকালে প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।
কাশীপুর-বেলগাছিয়া বিধানসভায় কাশীপুর ৫নং ওয়ার্ডে আজ সকালে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রতীপ দাশগুপ্তের সমর্থনে প্রচার করা হয়।
বিকেলে কাশীপুর বেলগাছিয়া ৩নং ওয়ার্ড কাঠগোলা, ডি.এ.কোয়াটার, দত্তবাগান অঞ্চলে প্রার্থী পরিক্রমা করেন, এলাকায় ব্যাপক সাড়া ফেলে এগিয়ে চলেছে দৈনন্দিন প্রচার।
কসবা বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআই (এম) প্রার্থী শতরূপ ঘোষের সমর্থনে পাম্প হাউজ অঞ্চলে দেওয়াল লেখা হল আজ।
চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ৫১ নং ওয়ার্ডে সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠকের সমর্থনে দেওয়াল লিখন। উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠক।
মানিকতলা বিধানসভা কেন্দ্রে জোট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী রূপা বাগচী আজ প্রচার করলেন ১৫ নং ওয়ার্ডে।