জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৪ মে,২০২২ – গতকাল ১৩ ই মে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে,
বেকারের কাজের দাবিতে, আইনের শাসন অবনতি রুখতে , মে মাস জুড়ে সিপিআই(এম)- এর প্রচারের অঙ্গ হিসাবে বর্ধমান নার্স কোয়ার্টারের সামনে এবং বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে আলমগঞ্জ শান্তি রাইসমিল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভানেত্রীর আসন গ্রহণ করেন পারুল ঘোষ। বক্তব্য রাখেন তুষার মজুমদার ও অরিন্দম মৌলিক।

গুসকরা পূর্ব এরিয়া কমিটির মিড ডে মিল কর্মীদের নেতৃত্বে আউশ গ্রাম ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া হয় গতকাল ১৩ মে।
দাবী পত্রে ছিল –
১)মাসিক ২১০০০টাকা বেতন চালু করতে হবে।
২)চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিতে হবে।
৩)অবসর নেওয়ার পর মাসিক ৬০০০ টাকা ভাতা চালু করতে হবে।
৪)বছরে ১০মাসের পরিবর্তে ১২মাসের ভাতা দিতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।