চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৪ মে,২০২২ – গতকাল ১৩ ই মে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে,
বেকারের কাজের দাবিতে, আইনের শাসন অবনতি রুখতে , মে মাস জুড়ে সিপিআই(এম)- এর প্রচারের অঙ্গ হিসাবে বর্ধমান নার্স কোয়ার্টারের সামনে এবং বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে আলমগঞ্জ শান্তি রাইসমিল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভানেত্রীর আসন গ্রহণ করেন পারুল ঘোষ। বক্তব্য রাখেন তুষার মজুমদার ও অরিন্দম মৌলিক।
গুসকরা পূর্ব এরিয়া কমিটির মিড ডে মিল কর্মীদের নেতৃত্বে আউশ গ্রাম ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া হয় গতকাল ১৩ মে।
দাবী পত্রে ছিল –
১)মাসিক ২১০০০টাকা বেতন চালু করতে হবে।
২)চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিতে হবে।
৩)অবসর নেওয়ার পর মাসিক ৬০০০ টাকা ভাতা চালু করতে হবে।
৪)বছরে ১০মাসের পরিবর্তে ১২মাসের ভাতা দিতে হবে।