জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- সুপর্না রায়ঃ- আজ ডি ওয়াই এফ আই আয়োজিত ৪ নং ওয়ার্ডে বলাগড় মাঠে আয়োজিত হয় রবীন্দ্র সন্ধ্যা। সেই অনুষ্ঠানে অংশ গ্রহন করলো হুগলি জেলার প্রখ্যাত সংগীত সংস্থা ” গানের তরী”।সেই অনুষ্ঠানে অংশ নেন সংগীত শিল্পী অঞ্জনা রায় সহ আরও অনেক শিল্পী।

মোহিত চক্রবর্তীঃ-রাজ্যজুড়ে ধর্ষন – খুন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি এবং রান্নার গ্যাস পেট্রল ডিজেল কেরোসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সি পি আই এম উত্তরপাড়া মাখলা এরিয়া কমিটির উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।। চৌধুরীপাড়া থেকে বেরিয়ে এই মিছিল ভদ্রকালী বলাকা মাঠ সখেরবাজারে এসে শেষ হয়।।
মিছিলের শেষে বিক্ষোভ অবস্থান কর্মসূচী চলে।।। স্বতঃস্ফূর্ত মানুষের বড় অংশ প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে জি টি রোড দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে দেয়।।।স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়।।
বিক্ষোভ অবস্থানে কম শ্রুতিনাথ প্রহরাজ,সুনীল দত্ত,মোহিত চৌধুরী বক্তব্য রাখেন।।মিছিলে কম শান্তশ্রী চয়াটার্জী,কম সলিল দত্ত নেতৃত্ব দেন।

জয়দেব ঘোষঃ-পঞ্চানন তলায় সমস্ত গণ সংগঠনের ডাকে মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ।

১৩ ই মে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির ডাকে সি পি আই এম এর মিছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।