জেলা

কলকাতার টুকিটাকি–


চিন্তন নিউজ কাকলি চ্যাটার্জি:– –জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত সিটু, এসএফআই, ডিওয়াইএফআই, সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে ২৮, ২৯ মার্চ সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং আনিস হত্যার ন্যায় বিচারের দাবিতে গণকনভেনশন অনূষ্ঠিত হল কফি হাউসের সামনে। বক্তব্য রাখেন কলতান দাশগুপ্ত, অর্জুন রায়, দেবাঞ্জন দে, শিবেন্দু ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ।

হকার যৌথ মঞ্চের( সিটু)আহ্বানে কেএমসি অভিযান ও ডেপুটেশন কর্মসূচি।

বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার নৃশংস ঘটনার বিরুদ্ধে CPI(M) কাশীপুর বেলগাছিয়া ১ এরিয়া কমিটির উদ্যোগে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।

সিপিআই(এম)জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির আহ্বানে বীরভূমের গণহত্যার প্রতিবাদ জানিয়ে এলাকায় মিছিল পরিক্রমা করে।

আগামী ২৮ ও ২৯ মার্চ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সি পি আই (এম) কসবা ৩ এরিয়া কমিটির প্রথসভা অনুষ্ঠিত হয় তালবাগান বরফকলে।

সিপিআই(এম)বালিগঞ্জ 2 এরিয়া কমিটির অন্তর্গত 68 ওয়ার্ডে আসন্ন বালিগঞ্জ উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী কমরেড সাহারা শাহ আলমের সমর্থনে দেয়াল লিখন করা হয়। সাথে সাথে 28 29 তারিখের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার ও লিফলেট বিলি করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।