জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খবর


চন্দনা বাগচী, চিন্তন নিউজ, ১২ ফেব্রুয়ারি: আজ বাটা মহেশতলা এরিয়া কমিটির ডাকে, ধর্মঘটের সমর্থনে বাটা মোর থেকে নুঙ্গি স্টেশন পর্যন্ত অবরোধ হয়। বজবজ রোডেও অবরোধ হয়। অবরোধে সিপিআইএম জেলা কমিটির নেতৃত্বে ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র যুব মহিলা। এছাড়াও অসংখ্য সাধারন মানুষ বনধের সমর্থনে রাস্তায় নামেন। এই বনধের কারন ব্যাখ্যা করেন গণ আন্দোলেনের নেতা প্রভাত চৌধুরী।

সুচরিতা বোস: আজ বারুইপুর অঞ্চলে বন্ধের সমর্থনে প্রচুর বাম কর্মী সমর্থক রাস্তায় নামেন। বারুইপুর রেল অবরোধ করা হয়। অন্যদিকে মগরাহাট স্টেশনে আজ রেল অবরোধ করে হয়। গতকাল নবান্ন অভিযানে গিয়ে মগরাহাট অঞ্চলের দুজন ছাত্র এবং যুব নেতা জাহাঙ্গীর আলম, ও বাবু মারাত্মক ভাবে জখম হন দলদাস পুলিশ দ্বারা! আজকে সেই খানেও বন্ধ সর্বাত্মক হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।