জেলা

জলপাইগুড়ি জেলার আংশিক খবর


সঞ্জিত দে, ধূপগুড়ি চিন্তন নিউজ:-১৪ আগষ্ট ঃঃ- স্বাধীনতার ৭৫ বছরের লগ্নে প্রকাশ হলো এরাজ্যে শিক্ষা জগতে সীমাহীন দূর্নীতি। সমগ্র দেশের মানুষের কাছে চরম লজ্জার সম্মুখীন বাংলার মানুষের এবং শিক্ষার সাথে যুক্ত মানুষের। কেন্দ্র রাজ্য দুই সরকারের নীতি কর্পোরেট মালিকদের কাছে শিক্ষা ব্যবস্থা কে বিক্রি করে তাদের মুনাফার সুযোগ করে দেওয়া। এই সাথে শিক্ষাঙ্গন কে গেরুয়া করন করে নির্দিষ্ট ভাবে সাম্প্রদায়িক ও উগ্রধর্মীয় বিভাজন করা।এর বিরুদ্ধে শিক্ষক সমাজ লড়াই জারি রেখেছে।কিন্তু বাংলায় দেখা যাচ্ছে আরেক ভয়ানক বিপদ।শিক্ষকতার মত মহান পেশাকে বিক্রি করা হচ্ছে অযোগ্যদের কাছে।যোগ্য শিক্ষিতরা মাসের পর মাস বছর ধরে রাজপথে অভুক্ত থেকে লড়াই করছে।তাদের লড়াই কে বিভ্রান্ত করতে চক্রান্ত করছে শাষক দল।গুন্ডা নামিয়ে পুলিশ লেলিয়ে। আমরা যারা এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি তারা সবাই ন্যায্য চাকুরী প্রার্থী দের সাথে সহমত থেকে লড়াই কে কুর্নিশ জানাতে চাই তাদের ন্যয্য দাবির পক্ষে আছি। শিক্ষকতা পেশা কে কালিমালিপ্ত করার এই দূর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে এ বিটিএর আন্দোলন আরও তীব্রতর করা হবে।এই আহ্বান জানিয়ে ডুয়ার্সের বানারহাটে রবিবার অনুষ্ঠিত হলো এ বি টিএর বানারহাট জোনাল ত্রিবার্ষিক পঞ্চম সন্মেলন। বানারহাট হাই স্কুলে সন্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি প্রনব দত্ত। বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। বানারহাট ব্লক এলাকার সরকারি বে সরকারি ইংরেজি ও হিন্দি মাধ্যম সব স্কুলের এবিটিএর সদস্য সদস্যারা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সন্মেলন পরিচালনা করেন এতোয়া তুরি রামজী ছেত্রী রামপ্রসাদ রায়। ২৪ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে শিক্ষকতা চাকরি বিক্রির প্রতিবাদে আন্দোলন করার প্রস্তাব দেন।সন্মেলন থেকে সুকল্যান ভট্টাচার্য কে সভাপতি লোপামুদ্রা বিশ্বাস কে সম্পাদক গোপাল প্রধান কে কোষাধ্যক্ষ করে নয় জনের জোনাল কমিটি গঠন করা হয়।

আজকের আর‌ও খবর ধূপগুড়ি ১৪ আগষ্ট ঃঃ- স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে নাগরিকদের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে মিছিল পথ সভা হলো রবিবার ডুয়ার্সের বানারহাটে। সি পি আই (এম) এরিয়া কমিটির ডাকে বিকালে বিরাট মিছিল বিভিন্ন পথ ঘুরে ঠেলা স্ট্যান্ডে এসে শেষ হয়। এখানে পথ সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক দীপক কুন্ডু মিল্টু কুমার দাস মুকেশ রজক প্রমুখ অন্যদিকে ধূপগুড়ি দক্ষিন পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে গাদং ক্লাব মোড়ে এবং বারঘড়িয়া গ্রামপঞ্চায়েতের বিদ্যাশ্রম কদমতলায় মিছিল পথ সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দুই স্থানে আলোচনা করেন এরিয়া কমিটির সদস্য রাজকুমার রায় প্রানগোপাল ভাওয়াল মুকুলেশ রায় সরকার ঈশ্বর রায় প্রমুখ। ধূপগুড়ি সদর এরিয়া কমিটির ডাকে কালির হাটে মিছিল সভা হয়। আলোচনা করেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার উপেন রায় প্রমুখ। সব কটি সভা মিছিলে অনেক মানুষ নতুন করে যোগ দেন।বক্তারা বলেন এই ৭৫ বছরে বেকারি বেড়েছে দারিদ্র্য তা বেড়েছে ধনী আরো ধনী হয়েছে মোদি সরকার দেশ বিক্রি করছে এ রাজ্যে গনতন্ত্র হরন সরকারি কোষাগার লুট চলছে।দূর্নীতির আখরা জাঁকিয়ে বসেছে।বিকল্প লাল ঝান্ডা ছাড়া কিছু নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।