চিন্তন নিউজ: কাকলি চ্যাটার্জি:১৭ ই ডিসেম্বর:- —-আপার প্রাইমারীতে নিয়োগ এখন বিশবাঁও জলে কোর্টের নির্দেশে। দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত শিক্ষা দপ্তরের অযোগ্যতায়, দুর্নীতির কারণে। নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে কোর্টের আদেশে, তারপর নিয়োগের প্রক্রিয়া। দ্রুত নিয়োগের দাবিতে আজ আচার্য সদনের সামনে মিছিল-আন্দোলন সংগঠিত হল, নতুন চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে ডেপুটেশন দেওয়া হয়। প্রশাসন ভীত এটা প্রমাণিত হল আজ, জল ও জলকামান নিয়ে প্রস্তুত ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে। উপস্থিত ছিলেন এই আন্দোলনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ।
দিল্লির পারদ ক্রমশই নিম্নমুখী। একুশ দিন পেরিয়ে গেছে ৫০০র অধিক কৃষক সংগঠনের সম্মিলিত প্রতিবাদ। ধার বাড়ছে লড়াই আন্দোলনের। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যের কৃষকরা আরও জোটবদ্ধভাবে এগিয়ে আসছেন সমর্মন জোরদার করতে। দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং তিন কৃষিবিল বাতিলের দাবিতে আজ গণচেতনা ব্যাংক অফ ইন্ডিয়ায় এক পথসভার আয়োজন করে উপস্থিত ছিলেন সারাভারত খেতমজুর আন্দোলনের নেতৃত্ব তুষার ঘোষ।