জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজঃ-২৭/১২/২০২২:- সুদীপ্ত সরকারঃ-নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটি জাঙ্গীপাড়া থানার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মকটেস্ট পরীক্ষার আয়োজন করে। জাঙ্গীপাড়া দ্বারকানাথ ঊচ্চ বিদ্যালয়ে বেলা ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়। ৩২জন ছাত্র ও ৩৬ জন ছাত্রী মকটেস্টে অংশগ্রহণ করেন। আজ থেকে শুরু করে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত মকটেস্ট চলবে।

তিলক ঘোষঃ-আজকে সকাল দশটায় গোঘাট থানার পার্শ্ববর্তী মাঠে সিআইটিইউ এর রক্ত পতাকা উত্তোলনের মধ‍্যে দিয়ে সিটু গোঘাট সমন্বয় কমিটির ষষ্ঠ সম্মেলন শুরু হয়।পতাকা উত্তোলন করেন আই সি ডি এসের কর্মী প্রবীণ সিটু নেতৃ কম ছবি ঘোষ।হাফ কিমি মিছিল সহকারে গোঘাট রাধানাথ দাস ভবনে পৌঁছে কমরেড অসিত মুখার্জি নগর এবং ভরত,,,কালি,,দেহিপদ মঞ্চে প্রতিনিধি অধিবেশন শুরু হয়।সম্মেলনের প্রতিনিধি দের অরুনিম শাখা গণসঙ্গীত পরিবেশন করেন।সম্মেলনের সুচনা করেন রাজ‍্য সিটু নেতা আব্দুল হাই।খসড়া প্রতিবেদন রাখেন সম্পাদক জাকির হোসেন।হিসাব রাখেন সহদেব সামুই।বিভিন্ন অসংগঠিত শিল্পের ইউনিয়নের ১২ জন প্রতিনিধি আলোচনা করেন।অভিনন্দন জানান মনোদিপ ঘোষ রাজ‍্য নেতৃত্ব।সভাপতি মন্ডলীতে তিলক ঘোষ,মমতা দোলুই, ছবি ঘোষ ও হারাধন হাজরা ছিলেন।সমস্ত আলোচনার শেষে সকলকে অভিনন্দন জানিয়ে ,আগামী দিনে কাজ অর্থাৎ শ্রমজীবী মানুষের জোট ও কেন্দ্র রাজ‍্য সরকারের দূর্নীতি দমনপীড়নের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান সভাপতি তিলক ঘোষ।ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষে কৃষক নেতা দিপক লাহা ও ক্ষেতমজুর নেতা তরুণ ঘোষ অভিনন্দন জানিয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার উপরে জোর দেন।আব্দুল হাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শ্রমিকদের টিকে থেকে লড়াইয়ের কথা বারবার উল্লেখ করেন।মনোদিপ ঘোষ কেন্দ্রের জনবিরোধী নীতি সমুহ খারিজের আন্দোলনের ডাক দেন।রাজ‍্যের শাসক দলের ও চুরিচামারির দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পরামর্শ দেন।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে টিএমসি বিজেপির বাইনারি ভেঙে চুরি চামারির বিরুদ্ধে স্বচ্ছ গণতান্ত্রিক গ্রামের সরকার (পঞ্চায়েত)গড়ার আন্দোলন সংগ্রাম গড়তে দূর্বার গতিতে ময়দানে থাকার ডাক দেন সব বক্তা।জাকির হোসেন আহ্বায়ক নির্বাচিত হন।৪৩ জনের কমিটি গঠন হয়।৩ জন সংগঠক ও বাকিরা সবাই পেশায় শ্রমিক।মহিলা সভ‍্য কমিটিতে ১২ জন।গড় বয়স ৪২ বছর।প্রতিনিধির সংখ্যা ১৩২ জন।অভিনন্দন বার্তা পাঠান দেবু চ‍্যাটার্জী।উপস্থিত ছিলেন সিটু জেলা নেতা পূর্নেন্দু চ‍্যাটার্জী।গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব ভাস্কর রায়,স্বপন মন্ডল ,অভয় ঘোষ,মাকসুদ হোসেন যুবনেতা সমিরন রায় ও বাতাস হাজরা।ছাত্র নেতা রাহুল ঘোষ প্রমুখ।

সুপর্না রায়ঃ-৭ ও ৮ ই জানুয়ারি সিটু হুগলি জেলা ত্রয়োদশ সন্মেলনে উপলক্ষে কোন্নগর সমণ্বয় কমিটির উদ্যোগে নৈটিরোড গণেশ ভবনে র সামনে দেওয়াল লিখন চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।