জেলা রাজ্য

সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচী।


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:৪ঠা জুন:-আজ ৪ঠা জুন ২০২০ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচীর সাথে বাঁকুড়া জেলা জুড়ে কর্মসূচী পালন। মনরেগা (MNREGA)’তে বছরে ২০০দিন কাজ,দৈনিক ৩০০/-টাকা মজুরী ও অন্যান্য দাবীতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে মিছিল বিক্ষোভ ও ডেপুটেশন।ইত‍্যাদি বিভিন্ন কর্মসূচীর মধ‍্য দিয়ে গ্রামের গরীব খেটে খাওয়া মানুষ লাল পতাকা কাঁধে বিক্ষোভে ফেটে পরেন। সিপিআই(এম) বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির উদ‍্যোগে বাঁকুড়া ১নং পঞ্চায়েত সমিতি এলাকার আন্দারথোলে এই কর্মসূচী পালিত হয়।

বাঁকুড়া ১নং পঞ্চায়েত সমিতি এলাকার কালপাথর ও আন্দারথোল অঞ্চলেই এই পঞ্চায়েত সমিতি এলাকার সবচেয়ে বেশী রয়েছেন দিনমজুর – আর কাজের অভাবেই তাদের অন্যত্র পাড়ি দিয়ে বাধ্য হয়েই হয়ে উঠতে হয়েছে পরিযায়ী শ্রমিক। কৃষি শ্রমিকেরা বর্ধমান, হুগলী প্রভৃতি জেলায় পাড়ি জমাতে বাধ্য নামাল খাটতে আর অন্য অংশের শ্রমিকরা কাজের খোঁজে পাড়ি জমান পাঞ্জাব, হরিয়ানা, ছত্রিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড-সহ ভিন রাজ্যে‌। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন দেশব্যাপী প্রতিবাদ দিবসের আজকের দিনটিতে এই কর্মসূচীর জন্যে বেছে নিয়েছিলেন কালপাথর গ্রাম পঞ্চায়েতকে।

মনরেগা (MNREGA)’তে বছরে ২০০দিন কাজ দিতে হবে, এই কাজের দৈনিক মজুরী ৩০০/-টাকা করতে, জব কার্ড বিলিবন্টনে স্বচ্ছতা আনতে হবে, আয়কর দেয়না এমন প্রতিটি পরিবারের একাউন্টে ৭৫০০/- করে টাকা আগামী তিনমাস ট্রান্সফার করতে হবে, প্রতিটি গরীব মানুষকে মাসে ১০ কেজি চাল/গম বিনামূল্যে রেশনের মাধ্যমে সরবরাহ করতে হবে, প্রতিটি পরিযায়ী শ্রমিককে সরকারী খরচে বাড়ীতে ফিরিয়ে আনতে হবে, মালিকদের স্বার্থে শ্রম আইনগুলির পরিবর্তন চলবেনা না প্রভৃতি দাবীতে আজ সকাল থেকেই কালপাথর মোড় মিছিল ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিআইটিইউ’র নেতৃত্বাধীন বাস শ্রমিকরাও এই কর্মসূচীতে সামিল হন। কালপাথর গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্দেশ্যে লিখিত দাবীসনদের মূল বয়ানটি বিক্ষোভ সমাবেশে পেশ করেন ক্ষেতমজুর ইউনিয়নের অন্যতম জেলা নেতা বিনোদ বাস্কে – দাবীগুলিকে পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সুনীল ঘোষ(কৃষক সভা), গণেশ দে(DYFI), সূজয় পাল(SFI), উজ্জ্বল সরকার ও প্রতীপ মুখার্জী(CITU) প্রমুখ নেতৃবৃন্দ। – পরবর্তী সময়ে কালপাথর গ্রাম পঞ্চায়েতে্র প্রধানকেও একটি ডেপুটেশন দেওয়া হয়।

বড়জোড়ায় সিপিআই(এম)এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস‍্য সুজয় চৌধুরি ও বিধায়ক তথা সিপিআই(এম) জেলা কমিটির সদস‍্য সুজিত চক্রবর্তীর নেতৃত্বে ব‍্যাপক অংশের গরীব মানুষের উপস্থিতিতে একই ধরনের কর্মসূচী পালন করা হয়। সব জায়গাতেই মানুষের উপস্থতি এবং উৎসাহ ছিলো চোখে পরার মতো। মানুষ মিছিলে পা মিলিয়ে ও শ্লোগানে গলা মিলিয়ে বর্তমান দেশীয় শাসকগোষ্ঠি এবং রাজ‍্যের শাসক দলের অমানবিক জনস্বার্থ বিরোধী ভূমিকার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ধিক্কার জানিয়েছেন সোচ্চারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।