চিন্তন নিউজ: ১৭ ই ডিসেম্বর:- ভক্তরাম পান– কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি নীতি ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবিতে স্বাধীনতা উত্তর ভারতে সর্ববৃহৎ কৃষক আন্দোলনে লক্ষ লক্ষ কৃষক সামিল হয়েছেন, সামিল হয়েছেন হাজারো কৃষক রমণী শিশু সন্তানদের নিয়ে। শাসক শ্রেণীর শত আক্রমণ , কুৎসা ও ষড়যন্ত্রের মোকাবিলা করে ; প্রচণ্ড শীতে, খোলা আকাশের নীচে লাখো লাখো কৃষকের এই মরণজয়ী সংগ্রামের সমর্থনে দেশ বিদেশের সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন। কিন্তু কর্পোরেটদের মুঠোয় বন্দি মোদি সরকার সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে অগ্রাহ্য করে সীমাহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে দেশের জনসংখ্যার সর্ববৃহৎ অংশ অন্নদাতা কৃষকদের সাথে সংঘাতের পথ বেছে নিয়েছে। এই ঐতিহাসিক কৃষক আন্দোলন ২১দিন অতিক্রম করেছে । খোলা আকাশের নীচে প্রচণ্ড ঠাণ্ডায় ইতিমধ্যে ৩০ জন কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন। এই সরকার মানবতাবিরোধী , নিষ্ঠুর ও স্বৈরাচারী । এতগুলি মানুষের মৃত্যুর পরেও প্রধানমন্ত্রী কৃষকদের ন্যায়সঙ্গত দাবিকে শুধু নস্যাৎ করছেন না বরং নানা মিথ্যাচার ও কুৎসার মাধ্যমে কৃষকদের অপমানিত করছেন। কৃষকদের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতিজ্ঞাপন করে শহীদ কৃষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতির আহ্বানে আগামী ২০ ডিসেম্বর ২০২০ দেশজুড়ে কৃষক শহীদ দিবস পালন করা হবে।
জয়দেব ঘোষ-পান্ডুয়া:-আজ ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির গণ অর্থসংগ্রহ কর্মসূচি হ’ল।।
সোমনাথ ঘোষ–শ্রীরামপুর:-চন্ডীতলা এলাকার শিয়াখালা নোলোরধারে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের সভ্য সংগ্রহ চলছে।
সন্দীপ সিংহ:- দ্বাদশতম হুগলী-চুঁচুড়া বইমেলার বিজ্ঞানের জনপ্রিয় বই বিক্রয় ও প্রচার কেন্দ্র থেকে শ্রীরামপুর শ্রমজীবী করোনা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ১০০ টি বিছানার চাদর তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। এই উপলক্ষ্যে বিজ্ঞান মঞ্চের হুগলী জেলা কমিটির সম্পাদক ডঃ তরুন মণ্ডল, শ্রীরামপুর শ্রমজীবী করোনা হাসপাতালের তরফে গৌতম সরকার, হুগলী-চুঁচুড়া বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি, হুগলী পিআরসির সম্পাদক শিবাজী মিত্রসহ বিজ্ঞানকর্মী ও বিজ্ঞান ও বইপ্রেমীরা। উল্লেখ্য এই মেলা চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।