সরোজ দাস, হাওড়া: চিন্তন নিউজ: ১২ই মে:- লকডাউনের অতিক্রান্ত ৫০ দিন। কেন্দ্রীয় সরকার ব্যস্ত অর্থনৈতিক পুনর্গঠনের নামে শ্রমিক স্বার্থ রক্ষাকারী শ্রম আইন লঘু করতে, বিদ্যুৎ ক্ষেত্রের পূর্ণ বেসরকারিকরণ করার লক্ষ্যপূরণে, ভীষণ তৎপর পি এম কেয়ার্স ফান্ড মজবুত করে চুপিসারে কর্পোরেট তোষণে। মিথ্যা লাশের গল্প বানিয়ে ক্ষমতায় আসা রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত করোনা আক্রান্ত মৃতের লাশ লুকোতে আর কেন্দ্রের সঙ্গে মিছিমিছি ঝগড়া করে নজর ঘোরাতে।
যে দায়িত্ব পালন করার কথা প্রশাসনের আমার রাজ্যের বামপন্থী ছাত্র যুবরা নিঃশব্দে পালন করে চলেছে সেই গুরুদায়িত্ব। পরিযায়ীদের ঘরে ফেরানোর দাবি, সকলের জন্য রেশনের দাবি, য়িসুচিকিৎসার দাবি জানিয়ে আন্দোলনের পাশাপাশি অঞ্চলের ঘরবন্দি শ্রমিকদের খাওয়ানোর দায়িত্ব আজ তাদেরই হাতে। আন্তরিকতায়, দায়বদ্ধতায় যুবসমাজ অগ্ৰণী ভূমিকা পালন করে চিরদিনই।
ডিওয়াইএফআই বালি বেলুড় লোকাল কমিটির পক্ষ থেকে আজ দীর্ঘদিন বন্ধ থাকা অসহায় ১২০ জন টো টো চালকদের হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।