শ্রীমন্ত মুখার্জি:-চিন্তন নিউজ:-৯ই সেপ্টেম্বর:- লাভপুর হত্যাকাণ্ডের দায় স্বীকার মনিরুল ইসলামের ভাইয়ের। তিন ভাইয়ের হত্যাকারীদের সকলকে গ্রেপ্তার করে দ্রুত মামলার নিস্পত্তি করতে হবে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সি পি আই (এম)এর ডাকে আজ ৯ই সেপ্টেম্বর লাভপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলানেতা দীপঙ্কর চক্রবর্তী ঐ নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। আজকের সভায় সভাপতিত্ব করেন পল্টু কোঁড়া।
প্রসঙ্গত ২০১০ সালের ৪ঠা জুন লাভপুর ব্লকের অন্তর্গত দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে নিজ বাড়িতে সালিশি সভায় ডেকে মনিরুল ইসলাম, তাঁর দাদা আনারুল ইসলাম সহ আরও অনেকে বুনিয়াডাঙার সিপিআই (এম) সমর্থক তিন ভাইকে নৃশংসভাবে খুন করে।
রাহুল চ্যাটার্জির রিপোর্ট:- লাভপুরের খুনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ ইলামবাজারে সিপিআই(এম) ইলামবাজার এরিয়া কমিটির উদ্যোগে সংগঠিত হলো বিক্ষোভ মিছিল। দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভ উগরে উঠলো স্লোগানের ধ্বনিতে।
লাভপুরে সিপিআই(এম) কর্মী তিন ভাইকে একইসঙ্গে খুন করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ সভায় বলছেন কমঃ দেবাশীষ গাঙ্গুলি, আছেন কমঃ সেখ ইসলাম, কমঃ গোকুল ঘোষ ও অন্যান্য নেতৃত্ব।
জেলা শহর সিউড়িতে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এছাড়াও বোলপুর, রামপুরহাট সহ বীরভূম জেলা জুড়ে সিপিআই(এম) এর বিক্ষোভ মিছিল হয়।