জেলা রাজ্য

এস‌এফ‌আই শিলিগুড়ি লোকাল কমিটি এলাকার দুঃস্থ মানুষের পাশে



মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:৩১শে মে:- বিগত দিনগুলির মতো আজও এস‌এফ‌আই,শিলিগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে কালিবাড়ি রোডে ও থানা মোড়ে ৭০জন দুঃস্থ মানুষকে রান্না করা খাওয়ার দেওয়া হলো ।

পরবর্তীতেও এই কর্মসূচী চলবে ।
আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মা,শিলিগুড়ি আঞ্চলিক কমিটির সম্পাদক অঙ্কিত দে,জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা ঋতুপর্ণা ঘোষ,জেলা কমিটির সদস্য সুকৃতি অ্যাশ,বিনয় রজক সহ লোকাল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।