রাজ্য

প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো সিটি কলেজ অফ কমার্সের প্রাক্তনীরা।


কুন্তল মুখার্জি: চিন্তন নিউজ:৩১শে মে:–বামপন্থায় হাতেখড়ি হয় এস এফ আই এর ছত্রছায়ায়। সিটি কলেজ, ইউনিভার্সিটি চত্বর, বইপাড়া, কফিহাউস এই নামগুলোর সঙ্গে বাঙালির এক অন্য আবেগ, অনুভূতি কাজ করে। ছাত্রজীবন তো আমাদের মূল্যবোধ গড়ে তোলার সময়, চেতনায় শান দিয়ে দিন বদলের, সমাজটাকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখতে শেখার সময়।

কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্কোয়ার চত্বরে সিটি কলেজ। কলেজ জীবন শেষ হয়ে যায়, শেষ হয় না বন্ধুত্ব, শেষ হয়নি সেই অঞ্চলের বাসিন্দাদের প্রতি প্রাক্তন ছাত্রদের দায়বদ্ধতা। স্মার্ট ফোনের দৌলতে কোনো দূরত্বই আজ আর দূরত্ব নয়। ফেসবুকে যোগাযোগ, হোয়াটস অ্যাপ এ আলোচনা আর অনলাইনে তহবিল সংগ্ৰহ। সঙ্গে কলেজের বর্তমান সময়ের এস এফ আই এর ছাত্রদের সহযোগিতা। এই নিয়ে দ্বিতীয়বার লকডাউনে ক্ষতিগ্রস্ত কলেজ স্ট্রীট এলাকার প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো সিটি কলেজ অফ কমার্সের প্রাক্তনীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।