কুন্তল মুখার্জি: চিন্তন নিউজ:৩১শে মে:-স্বাধীনতা সংগ্ৰাম কিংবা স্বাধীনোত্তর ভারতে সামাজিক প্রয়োজনে, সংসারের প্রয়োজনে বা বিপদ আপদে নীরবে সহযোগিতা করে চলেছেন বামপন্থী সংগঠন।
প্রশাসনের উদ্যোগ গ্ৰহণ করা উচিৎ ছিল, দুঃস্থদের বাড়িতে প্রয়োজনীয় রেশন পৌঁছে দেওয়া যাতে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বেরোনোর দরকার না হয়, লকডাউনের প্রকৃত উদ্দেশ্য সাধন হয়। বামপন্থীরা, বাম মনোভাবাপন্ন শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী সংগঠন, এলাকার ক্লাবগুলো বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। পাড়ার সবার পরিচিত, ভালোবাসার মানুষটি যিনি সবার বিপদে পাশে এসে দাঁড়ান মানবিকতার খাতিরে দায়বদ্ধতায় পাশে দাঁড়ালেন এলাকার প্রান্তিক মানুষদের। বালি মিলেনিয়াম ক্লাবের সহযোগিতায় এবং সবার প্রিয় পিসির উদ্যোগে, সাহায্যে বালির মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা।