রাজ্য

অস্থির সময়ে দুঃস্থ পরিবারগুলির পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি


কার্তিক মাইতি: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- ভারতের প্রাথমিক শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মানুষ গড়ার কারিগর শিক্ষকসমাজ। শিশুদের অত্যন্ত নিকটজন তাদের মাস্টারমশাইরা। শিক্ষার প্রাথমিক পাঠ দেওয়ার পাশাপাশি তাদের অভিভাবক, বন্ধু থেকে কখন যেন পরিবারের ও আপনজন হয়ে ওঠেন শিক্ষকরা। প্রতিটি পরিবারের সুখদুঃখের অংশীদার তাঁরাও। করোনা আক্রান্ত এই দেশ তথা এই রাজ্য, এই শহর।
এই অস্থির সময়ে লকডাউনে আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক ক্ষুদ্র প্রয়াস নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির।
.
কলকাতা জেলা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর জোনের চক্র২ ,১ নং বোরোর ২নং ওয়ার্ডে চিড়িয়ামোড় অঞ্চলের দিঘির ধারে ৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র। উপস্থিত ছিলেন কলকাতা জেলা কমিটির সম্পাদিকা ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা কমরেড মীরা ঘোষ এবং ঐ জোনের নেতৃত্ব স্থানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।