দেশ রাজ্য

সিবিআইয়ের কাছে পৌঁছলো বড়ো বড়ো ৬টি ট্রাঙ্ক


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ৪ঠা জুন ২০১৯:–.রাজ্য সরকার গঠিত সিটের তরফ থেকে সিবিআই -এর হাতে এল ৬টি রহস্যজনক ট্রাঙ্ক।
সিবিআই সূত্রে জানা গেছে গত তিনদিনে এই নিয়ে সিটের তরফ থেকে ৬ ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। ট্রাঙ্ক ভর্তি এই নথি সবই সারদার জমি সংক্রান্ত। সিবিআই সূত্রে খবর সারদার জমি ও জমির লেনদেন সংক্রান্ত এই নথি গুলি খতিয়ে দেখা হবে। আরো নথি আছে কিনা তাও জিজ্ঞাসাবাদ করা হবে।
এতদিন পর কেন এই নথি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে। কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার আধিকারিক দের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে।
সিটের তৎকালীন অফিসারেরা জানিয়েছেন সারদার এই নথি তাদের কাছে চায় নি সিবিআই। সে কারণেই দেওয়া হয় নি। এখন চেয়েছে বলেই দেওয়া হলো।
যদিও সিবিআই সূত্রে দাবী বহুদিন ধরেই সারদা সংক্রান্ত যাবতীয় তথ্য বিধাননগর পুলিস কমিশনারেটে কাছে চাওয়া হয়েছে। এতদিনে তা পৌঁছে দেওয়া হলো।
ঘটনা এই যে সম্প্রতি সারদা তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। তাই অর্ণব ঘোষকে নতুন করে জেরা করা শুরু হয়েছে। এরপর হয়তো রাজীব কুমারকে ও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সারদা মামলার বিপুল পরিমাণ নথি সিবিআই অফিসে এই সময় পৌঁছে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।