রাজ্য

ছোট হয়ে যাচ্ছে চাঁদ, জানালো নাসা।


চিন্তন নিউজ : ৪ঠাজুন,২০১৯: সূপর্ণা রায়:– ছোট হয়ে যাচ্ছে চাঁদ ঃ —- চাঁদ যে খুব ভাল জায়গাতে নেই তা জানা গেল নতুন এক গবেষনাতে।।পৃথিবীর আয়তন কমেছে তাই চাঁদ এর দিকে হাত বাড়িয়েছন গবেষকরা।। পৃথিবীর আয়তন কমে যাচ্ছে তাই চাঁদ যাচ্ছে চুপসে।। কয়েকশো কোটি বছর ধরে চলছে এই সংকোচন তাতে নাকি চাঁদের আয়তন প্রায় ১৫০ ফুট কমে গেছে।।এল আর ও এর পাঠান ছবি থেকে চাঁদের এই বেহাল অবস্থার পরিস্কার ছবি মিলেছে।।নাসার গবেষকরা একসাথে ১২ হাজার ছবির উপর সমীক্ষা চালিয়েছেন, জানা গেছে শুধু আয়তন ছোট না উত্তর মেরুর কাছে চন্দ্র উপত্যাকায় “মারে ফ্রিগোরিস” কিছুটা সরে গেছে।। ফলে সেখানে দেখা যাচ্ছে এক বিরাট ফাটল।।এই নিয়ে দারুন উদ্দীগ্ন। চাঁদ কেন ছোট হয়ে যাচ্ছে তার কারন খুজে বার করেছেন গবেষকরা। পৃথিবীর মতো চাঁদের নেই টেক টনিক প্লেট… তাপ বিকিরণ এর মাধ্যমে চাঁদের ক্রিয়াকলাপ চলতে থাকে।।আর তা করার জন্য এই সমস্যা ঘটল।। ক্রমাগত তাপ বিকিরণ করতে করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ টি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে।। নাসার গবেষকরা বলছেন আঙুর থেকে কিশমিশ হয়ে যাও য়ার সঙ্গে তুলনা করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।