চিন্তন নিউজ :-৪ঠা মে,২০১৯:-সূপর্ণা রায়:– যে কথা শিশু দের একদম বলা উচিৎ নয়…… শিশু রা অবুঝ তারা বোঝে না কখন কি বলতে হয়।। কিন্তু তার মানে এই নয় যে তাদের আত্মসন্মান বোধ নেই।। আছে এবং তা অতি মাত্রাতে আছে।। বাচ্চাদের কখনো বলতে নেই “তুমি পচা”…..নেতিবাচক কথা একদম বলা উচিৎ নয়।।বলুন তুমি তো খুব ভাল….ভালো যারা তারা কি এমন করে?… তুমি যে এই এমন করছো, এতে অন্যরা কষ্ট পায় না? এতে করে তার প্রশংসা করা হল।। শিশু দের সবসময়”না” বলতে নেই।।সবসময় না বললে আপনার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হারাবে।।কিছু সময় বাচ্চার তালে তাল মিলিয়ে চলতে হয়।। ওদের কথা মন দিয়ে শুনুন।। এতে তার মনে হবে তার গুরুত্ব আছে।। পরিস্থিতি যাই হোক না কেন অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না।।একজন বাচ্চা অংক ভাল পারে তো একজন ইতিহাস ভালবাসে।। সবাই কে সব ভাল করতে হবে এমন নয় তো।।।এমন কোন কথা বাচ্চাদের বলা উচিৎ নয় যে সে নিজেকে ব্যর্থ মনে করে। কখনো শিশুদের ভয় দেখাতে নেই।। বলতে নেই “দাড়াও অমুক আসুক” এতে করে হয় কি বাচ্চা বাবা কিম্বা মা কোনএকজন কে ভয় পেতে শুরু করে।। ভয়ে তারা তাদের অসুবিধার কথা বলতে পারে না।।শিশুরা ভালবাসা চায়….মনোযোগ চায়। তাকে কখনো কোনো আলোচনার সময় চলে যেতে বলা উচিৎ নয়।। দরকার হলে ওরা ঘুমালে বা স্কুলে গেলে আলোচনা সারুন।।দুঃখ পায় বাচ্চা খুব।। এমন কিছু করবেন না যাতে ওদের আপ নার প্রতি শ্রদ্ধা উঠে যায়।
Related Articles
করোনার হদিশ মিলল মাটির গভীরে
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৫মে: মাটির নিচেও করোনাতঙ্ক। পিছু ছাড়তে চাইছে না করোনা। এবার করোনা হানা দিল পৃথিবীর গভীরতম সোনার খনিতে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক সোনার খনির শ্রমিকদের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। ওই খনির শ্রমিকদের মধ্যে মোট ১৬৪ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। গভীর সঙ্কটে বিশ্বের গভীরতম এই সোনার খনির উৎপাদন প্রক্রিয়া। এমনিতেই লক […]
পুরুলিয়ায় পার্থেনিয়াম আতঙ্ক
রত্না দাস, চিন্তন নিউজ, ২৪ জুন: ঝাড়গ্রাম সহ পুরুলিয়ার বহু জায়গায় দ্রুত বাড়ছে পার্থেনিয়াম গাছ। আগামী ২০ বছরের মধ্যেই এই সব এলাকা বিষাক্ত ঘাসের দখলে চলে যাবে বলে গবেষকদের মত। উদ্ভিদ বিদ্যার গবেষক ডঃ রাজেন্দ্রপ্রসাদ জানান, এই গাছ আমেরিকার গম বীজের সাথে এদেশে আসে। বছর ২০ আগেও এই গাছ অল্পবিস্তর দেখা যেত। এখন অনেক বেশি […]
করোনার বিষয় আশয়
রঘুনাথ ভট্টাচার্য :চিন্তন নিউজ: ২৯শে মার্চ:- এখনও পর্যন্ত, মোটামুটি একটা ধারণা বিশেষজ্ঞদের মহলে তৈরী হয়েছে যে, হর্সশু (Rhinolopldae) প্রজাতির বাদূড় এবং প্যাঙ্গোলিন (এক জাতীয় বন্য প্রাণী-) এই মারণ ভাইরাস কোভিড – ১৯ এর উৎস। কিন্তু কী ভাবে তাদের থেকে অন্য প্রাণীর দেহে বাসা বেঁধে তার মাধ্যমে মানুষের দেহে সংক্রামিত হচ্ছে, সেটা এখনও রহস্য। সিডনি বিশ্ববিদ্যালয় […]