শিক্ষা ও স্বাস্থ্য

শিশুদের সাথে কি বলবেন ,কি বলবেন না।


চিন্তন নিউজ :-৪ঠা মে,২০১৯:-সূপর্ণা রায়:– যে কথা শিশু দের একদম বলা উচিৎ নয়…… শিশু রা অবুঝ তারা বোঝে না কখন কি বলতে হয়।। কিন্তু তার মানে এই নয় যে তাদের আত্মসন্মান বোধ নেই।। আছে এবং তা অতি মাত্রাতে আছে।। বাচ্চাদের কখনো বলতে নেই “তুমি পচা”…..নেতিবাচক কথা একদম বলা উচিৎ নয়।।বলুন তুমি তো খুব ভাল….ভালো যারা তারা কি এমন করে?… তুমি যে এই এমন করছো, এতে অন্যরা কষ্ট পায় না? এতে করে তার প্রশংসা করা হল।। শিশু দের সবসময়”না” বলতে নেই।।সবসময় না বললে আপনার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হারাবে।।কিছু সময় বাচ্চার তালে তাল মিলিয়ে চলতে হয়।। ওদের কথা মন দিয়ে শুনুন।। এতে তার মনে হবে তার গুরুত্ব আছে।। পরিস্থিতি যাই হোক না কেন অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না।।একজন বাচ্চা অংক ভাল পারে তো একজন ইতিহাস ভালবাসে।। সবাই কে সব ভাল করতে হবে এমন নয় তো।।।এমন কোন কথা বাচ্চাদের বলা উচিৎ নয় যে সে নিজেকে ব্যর্থ মনে করে। কখনো শিশুদের ভয় দেখাতে নেই।। বলতে নেই “দাড়াও অমুক আসুক” এতে করে হয় কি বাচ্চা বাবা কিম্বা মা কোনএকজন কে ভয় পেতে শুরু করে।। ভয়ে তারা তাদের অসুবিধার কথা বলতে পারে না।।শিশুরা ভালবাসা চায়….মনোযোগ চায়। তাকে কখনো কোনো আলোচনার সময় চলে যেতে বলা উচিৎ নয়।। দরকার হলে ওরা ঘুমালে বা স্কুলে গেলে আলোচনা সারুন।।দুঃখ পায় বাচ্চা খুব।। এমন কিছু করবেন না যাতে ওদের আপ নার প্রতি শ্রদ্ধা উঠে যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।