চিন্তন নিউজ :-৪ঠা মে,২০১৯:-সূপর্ণা রায়:– যে কথা শিশু দের একদম বলা উচিৎ নয়…… শিশু রা অবুঝ তারা বোঝে না কখন কি বলতে হয়।। কিন্তু তার মানে এই নয় যে তাদের আত্মসন্মান বোধ নেই।। আছে এবং তা অতি মাত্রাতে আছে।। বাচ্চাদের কখনো বলতে নেই “তুমি পচা”…..নেতিবাচক কথা একদম বলা উচিৎ নয়।।বলুন তুমি তো খুব ভাল….ভালো যারা তারা কি এমন করে?… তুমি যে এই এমন করছো, এতে অন্যরা কষ্ট পায় না? এতে করে তার প্রশংসা করা হল।। শিশু দের সবসময়”না” বলতে নেই।।সবসময় না বললে আপনার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হারাবে।।কিছু সময় বাচ্চার তালে তাল মিলিয়ে চলতে হয়।। ওদের কথা মন দিয়ে শুনুন।। এতে তার মনে হবে তার গুরুত্ব আছে।। পরিস্থিতি যাই হোক না কেন অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না।।একজন বাচ্চা অংক ভাল পারে তো একজন ইতিহাস ভালবাসে।। সবাই কে সব ভাল করতে হবে এমন নয় তো।।।এমন কোন কথা বাচ্চাদের বলা উচিৎ নয় যে সে নিজেকে ব্যর্থ মনে করে। কখনো শিশুদের ভয় দেখাতে নেই।। বলতে নেই “দাড়াও অমুক আসুক” এতে করে হয় কি বাচ্চা বাবা কিম্বা মা কোনএকজন কে ভয় পেতে শুরু করে।। ভয়ে তারা তাদের অসুবিধার কথা বলতে পারে না।।শিশুরা ভালবাসা চায়….মনোযোগ চায়। তাকে কখনো কোনো আলোচনার সময় চলে যেতে বলা উচিৎ নয়।। দরকার হলে ওরা ঘুমালে বা স্কুলে গেলে আলোচনা সারুন।।দুঃখ পায় বাচ্চা খুব।। এমন কিছু করবেন না যাতে ওদের আপ নার প্রতি শ্রদ্ধা উঠে যায়।
Related Articles
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করলো।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৭ই আগস্ট:–পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করলো। গত ১১/০৭/২০১৯ তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক সার্কুলারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্মের দাম ১৫টাকা থেকে বাড়িয়ে রেজিস্ট্রেশন প্রসেশিং ফি হিসাবে ৪৫টাকা ধার্য্য করে।বিভিন্ন বিদ্যালয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের কাজ ১৮/০৭/২০১৯তারিখে শুরু করে দেয়, যখন বিদ্যালয়ের […]
বিপদে—–বিজ্ঞানই একমাত্র ভরসা।
সৃষ্টি:চিন্তন নিউজ:১৫ই মার্চ:–অবশেষে ভগবানের দরজাতেও ঝুলল তালা। বিগত কিছুদিন ধরে মানুষের থেকে বেশি করোনা আতঙ্কে ভুগছেন ভগবান। আর তারই প্রমাণ হল,ভ্যাটিকান সিটি, মক্কা-মদিনা এবং বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাওয়া মন্দির গুলি।কোথাও আবার চলছে গোমুত্র পার্টি,অত্যন্ত আড়ম্বরের সাথে।কোন যুক্তিতে?,এটি পান করলে নাকি করোনা ছুঁতে পারবে না অথচ এই থিওরি মেনে অতিরিক্ত গোমূত্র পান করে তথাকথিত গুরুদেব […]
করোনার বিষয় আশয়(৭)
রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২০শে মে:–করোনার ধ্বংসলীলা অব্যাহত। সারা বিশ্ব জয়ের নেশা তার করাল চোখে। ক্রমশঃ সে গ্রাস করছে একের পর দেশ। বড় ছোটোর কোনো বাছ বিচার নেই। উত্তর আমেরিকার আরও কিছু রাজ্য নতুন করে সংক্রমিত।এবং তা আগের তুলনায় ভয়াবহ। ইউরোপ ও এশিয়ার দেশগুলোর অবস্থাও সঙ্গীন হয়ে উঠছে একে একে। রাশিয়া করোনার আক্রমণে পুরোপুরি পর্যুদস্ত। গত চব্বিশ […]