দেশ

পোখরানে অস্থায়ী সোলার পার্ক নির্মানে আদানি গোষ্ঠীকেও অনুমোদন রাজস্থান হাইকোর্টের


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ:-১০ ই সেপ্টেম্বর:- পোখরানের কাছে প্রায় ১৫০০ মেগাওয়াট সৌরশক্তি পার্ক নির্মানের জন্য নির্দেশ দিলো রাজস্থান হাইকোর্ট। এটি নির্মানে রাজ্য সরকারের সাথে আদানি গোষ্ঠীকেও অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থান জমি সংস্কার আইন ২০০৭ অনুযায়ী জমিটি কেবলমাত্র রাজস্থান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন বা রাজস্থান সোলার পার্ক উন্নয়ন কর্পোরেশনকে দেওয়া যেতে পারে কিন্তু কোন বেসরকারি বিনিয়োগকারীকে দেওয়া যাবে না। সেই মোতাবেক চাষযোগ্য জমিকে কোনভাবেই বরাদ্দ করা যেতে পারে না।

যে জমি সৌরশক্তি উৎপাদনের জন্য বরাদ্দ করা হচ্ছে তা বহুদিন ধরে চাষের কাজে ব্যবহৃত। এই ৬১১৫ বিঘা জমি অনুর্বর বা পতিত জমি নয়। ২০১৫ সালের রাজস্থান ভূমি রাজস্ব আইন ১৯৭০ লঙ্ঘন করে এই সোলার পার্ক স্থাপন করার উদ্দেশ্য আইন বিরুদ্ধ। তাছাড়া পরিবেশ বান্ধবও নয়। কাছেই রসলা পার্কের পাখি সরক্ষনের বিষয়টিও ক্ষতিগ্রস্ত হবে।

রাজস্থান হাইকোর্ট এই জমির বিষয়ে কৃষকদের চালেঞ্জ জানানো সম্পর্কে রাজস্থান সরকারের মতামত‌ও জানতে চেয়েছেন। ৯৯০ হেক্টর এই জমির ওপরে সোলার পার্ক নির্মানে বিচারপতি লোধ ও রামেশ্বর ব্যাসের বেঞ্চ প্রকল্পের কাজে স্থিতাবস্থার আদেশ করেছে। আবেদনের পরবর্তী শুনানি ২৯ শে সেপ্টেম্বর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।