দেশ

রুখবে করোনা, মাস্ক থেকে ভেন্টিলেটরে রণসাজে ডিআরডিও


স্বাতী শীল: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- যুদ্ধবিমান আর অত্যাধুনিক মারণাস্ত্র নয়। এন ৯৯ মাস্ক থেকে স্যানিটাইজার, পিপিই থেকে ভেন্টিলেটর। করোনা মোকাবিলায় অস্ত্রগারের নিত্য নতুন অস্ত্র নিয়ে শামিল দেশের বৃহত্তম প্রতিরক্ষাবিষয়ক গবেষণা সংস্থা ডিআরডিও।

এই মুহূর্তে সারা পৃথিবী যুদ্ধে লিপ্ত।বাঁচার জন্য লড়াই চলছে প্রতিদিন আর প্রতিপক্ষ এক অদৃশ্য শক্তিশালী অণুজীব,যার নাম করোনাভাইরাস।তাই দেশের তথা মানবতার এই অদৃশ্য শত্রু কে হারাতে প্রতিবারের মত এবারও দেশের পাশে এসে দাঁড়িয়েছে ডিআরডিও। দেশের প্রয়োজনে গবেষনা সংস্থা ডিআরডিও যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে একের পর এক শক্তিশালী সমরাস্ত্র তৈরি করে দেশকে সমৃদ্ধ করেছে আগেও, ঠিক একইভাবে করোনা মোকাবিলায় তৈরি করছে নতুন অস্ত্র। তবে যেহেতু এবারের শত্রু একটি ছোট অণুজীব, তাই অস্ত্রের ক্ষেত্রেও কিছুটা বৈচিত্র থাকবে বলাই বাহুল্য।

ডিআরডিও চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি জানিয়েছেন যে, ভারত ইলেকট্রনিক্স নামে একটি প্রাইভেট কোম্পানি সহযোগিতায় মাইসোর স্থিত তাদের সংস্থা প্রতি মাসে ৫০০০ ভেন্টিলেটর তৈরি করেছে যা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দান করা হবে মানুষের চিকিৎসার প্রয়োজনে,এই সংখ্যাটি বাড়তেও পারে ভবিষ্যতে।

তবে শুধু ভেন্টিলেটর তৈরি করেই থেমে থাকেনি ডিআরডিও,দেশের এই কঠিন সময়ে একের পর এক চিকিৎসা সামগ্রী তৈরি করে চলেছে। ইতিমধ্যে প্রায় ২০,০০০ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে দিল্লির বিভিন্ন হাসপাতাল, সামাজিক সংস্থা ও দিল্লি পুলিশের মধ্যে বিতরণ করা হয়েছে।কুড়ি হাজার বিশেষ ধরনের এন ৯৯ মাস্ক তৈরি করে এই সংস্থা বিতরণ করেছে। বর্তমানে খাদ্য নিয়ে গবেষণা শুরু করেছে ডিআরডিও। এই কঠিন সময়ে মানুষ যাতে না অনাহারে মারা যান সে বিষয়েও যত্নবান এই সংস্থা।

আহমেদাবাদের টেক্সটাইল গবেষনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ডিআরডিও তৈরি করছে পাঁচ লক্ষ অভিনব মাস্ক এন ৯৯, এন ৯৫ মাস্কের তুলনায় নতুন এই মাস্ক বেশি কার্যকরি। গোয়ালিয়রে ডিআরডিও র পি পি ই নির্মাণের টেস্টিং ফেসিলিটি ইতিমধ্যেই যোগান দিয়েছে হাজারো বর্ম সুরক্ষা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।