চিন্তন নিউজঃ- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির অধীনে বিশেষ শাখার প্রবীণ সদস্য ও বাস্তুহারা আন্দোলনের অন্যতম সংগঠক, ইউ সি আর সি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং হুগলী জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড রমেন ব্যানার্জির স্মরণ সভা ২০ মার্চ, ২০২২ সন্ধ্যায় কোতরঙ ২ নম্বর সরকারি কলোনির ‘ শুভলগ্ন ‘ অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতে প্রয়াত কমরেড রমেন ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পার্টি ও বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ব। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা কমিটির সদস্য ও কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক রজত ব্যানার্জী, পার্টি নেতা শান্তশ্রী চ্যাটার্জি, জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, ইউ সি আর সি হুগলী জেলা কমিটির সম্পাদক সোমনাথ চক্রবর্তী, অখিল রায় ও প্রয়াত কমরেড রমেন ব্যানার্জির পুত্র সঞ্জয় ব্যানার্জি। সভাপতি ছিলেন পৃথ্বীশ ভট্টাচার্য।
ঝুমা শীলঃ- আগামী ২৮ ও ২৯ তারিখে সারাদেশ ব্যাপী ১৪ দফা দাবীতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে শ্রীরামপুর – বৈদ্যবাটি এলাকায় চলছে দেওয়াল লিখন।