জেলা

চুঁচুড়া গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব ও চুঁচুড়া সেন্স সোসাইটি-র কমিউনিটি কিচেন


জয়দেব নিয়োগী:চিন্তন নিউজ:৫ই জুন:–গতকাল থেকে শুরু হোলো এক নতুন পথে যাত্রা।এতদিন বিভিন্ন ,গ্রামে ,দরিদ্র অঞ্চলে গিয়ে দুঃস্থ পরিবার গুলির হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হচ্ছিল।

গতকাল থেকে চুঁচুড়া গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব ও চুঁচুড়া সেন্স সোসাইটি এগিয়ে গেলো আরও কয়েক কদম।সকলের শুভেচ্ছা ও আন্তরিক সদিচ্ছায় শুরু হোলো কমিউনিটি কিচেন। মোট ৪৬৭ জন নিরন্ন মানুষ আজ পেয়েছেন  রান্না করা খাবার।আজকের মেনু ছিল ভাত ডাল ,সব্জি ও ডিম। মানুষের চাহিদা অনুযায়ী এই সংখ‍্যা বাড়ানো বা কমানো হতে পারে।

আপাতত এই কমিউনিটি কিচেন চলবে, যতদিন না পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এই ধরনের কিছু মানবদরদী সংস্থার জন‍্যেই পৃথিবী টা আজও বাসযোগ্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।