রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৫ই জুন:- স্যোসাল মিডিয়ায় ডিওয়াইএফআই এর দুঃস্থ মানুষদের ত্রান দেওয়ার খবর দেখে অনুপ্রানিত হয়ে ডিওয়াইএফআই এর ত্রান তহবিলে অর্থ সাহায্য করলেন রামপুরহাট ১০ নং ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক অনুভব আলভি(রোহন)।
অনুভব আলভি(রোহন) নিজের প্রতিবন্ধী ভাতার ২ মাসের টাকা ডিওয়াইএফআই এর নেতৃত্বের হাতে তুলে দিলেন। নিজেদের প্রতিবন্ধকতার কথা না ভেবে, এই দান মানবিকতার এক নজির হয়ে থাকবেন। ডিওয়াইএফআই এর এই মহতি কাজে সহযোগিতা করার জন্য।