চৈতালি নন্দী: চিন্তন নিউজ:৫ই জুন:- গত ২৫ শে মে হঠাৎ করেই ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এর ট্রায়াল বন্ধ করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। কিন্তু গতকাল হু’ এর প্রধান টেডরস আধামস এর পক্ষ থেকে জানানো হয় কোভিড ১৯ ভাইরাসের চিকিৎসার খোঁজে আবার নতুন করে ক্লিনিক্যাল ট্রায়ালের পথে চলেছে হাইড্রক্সিক্লোরোকুইন।
এই ওষুধটির প্রয়োগ হঠাৎ কেন বন্ধ করা হোলো তার উত্তরে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা থেকে জানা যায় হু এবং কয়েকটি দেশের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অনামী একটি স্বাস্থ্য সেবা বিশ্লেষক সংস্থা ‘সার্জিস্ফিয়ার ‘ থেকে পাওয়া ত্রুটিপূর্ণ তথ্যের ভিত্তিতে তাদের কোভিড ১৯ নীতি ও চিকিৎসার পরিবর্তন করেছে। নিরাপত্তা পর্যালোচনার যে যুক্তি দেখিয়ে হু হাইড্রক্সিক্লোরোকুইন এর পরীক্ষা সাময়িক ভাবে বন্ধ করেছিল । এখন তারা জানাচ্ছে যে পরীক্ষা সঠিক পথেই চলছিল।
সম্প্রতি ‘ল্যানসেট’নামক একটি মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণামূলক একটি নিবন্ধই এই পর়ীক্ষা সাময়িকভাবে বন্ধ হবার কারণ। এতে বলা হয়েছিল এই ওষুধ প্রয়োগে বাড়ছে মৃত্যুঝুঁকি, তাছাড়া অন্য কয়েকটি ক্ষেত্রে এটি নিরাপদ নয়। পরে জানা যায়,’সার্জিস্ফিয়ার ‘নামক যে সংস্থাটির কারণে এই ওষুধের উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে মার্কিণ প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকটি দেশ এই ওষুধ টির উপর ভরসা রেখেছে।
বর্তমানে ‘দ্য গার্ডিয়ান’নামক পত্রিকাটি সব আশঙ্কা নিরসন করেছে এবং হু’ আবার এই ওষুধটি ব্যবহারের অনুমোদন দিচ্ছে।