চিন্তন নিউজ ৩০ শে জুন—- সুপর্না রায়– আজ ঐতিহাসিক হুল দিবস । হুল দিবসে তারকেশ্বরের কর্মসূচী।। মোহনবাটী বিদ্যাসাগর মুক্ত মঞ্চে ।উদ্যোক্তা__ আদিবাসি অধিকার মঞ্চ, আদিবাসি ও লোক শিল্পী সংঘ।ভারতীয় গণ নাট্য সংঘ। হুল দিবস পালিত হয় পান্ডুয়া থানার অধীন অরলডাঙা গ্রামে।। হুল দিবস পালন এর সাথে সাথে পুরো হুগলি জেলায় জাল ভ্যাক্সিন নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়।।জাল ভ্যাকসিন কাণ্ডে সঠিক তদন্তের দাবিতে কলকাতায় পুলিশের হাতে আক্রান্ত বাম ছাত্র যুব মহিলা সংগঠন… এর প্রতিবাদে রাজ্যের সর্বত্র থানার সামনে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসাবে ডিওয়াইএফআই /এস এফ আই /এ আই ডি ডব্লিউ এ/ সি আই টি ইউ ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটির প্রতিবাদ সভা।।জাল ভ্যাকসিন কান্ডের প্রতিবাদে ও সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবীতে আজ জাঙ্গীপাড়া থানা গণ সংগঠন সমূহের ডাকে হাসপাতাল রোডে কোভিড বিধি মেনে বিক্ষোভ কর্মসূচী সংঘটিত হলো৷ পরে ছয় সদস্যের প্রতিনিধি দল থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করেন৷ দলে ছিলেন কমরেড শ্যামল পালধি, পবিত্র সিংহরায়, কাশীনাথ হাজরা, দিপালী বসু, মানস চ্যাটার্জী, শ্রীমন্ত বাগ৷ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সুদীপ্ত সরকার৷ সমগ্র কর্মসূচী পরিচালনা করেন কমরেড হরপ্রসাদ সিংহরায়৷।।ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেব সহ তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের উপযুক্ত শাস্তির দাবীতে পাণ্ডুয়া থানায় এফ আই আর ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।।। এই জাল ভ্যাক্সিন নিয়ে আজ চুঁচুড়া থানায় হুগলি- চুঁচুড়া এস এফ আই ,ডি ওয়াই এফ আই এবং সিটু পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।।।রাজ্যে জাল ভ্যাক্সিন ও ভুয়ো আই এ এস এর কর্মকাণ্ডের প্রতিবাদে আজ ডানকুনি থানায় ডানকুনি এস এফ আই আঞ্চলিক কমিটি,ডিওয়াইএফআই ডানকুনি লোকাল কমিটি এবং মহিলা সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।।
আজ পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কোভিড ভ্যাকশিন নিয়ে তৃণমূলের রাজনীতি বন্ধের দাবীতে আজ সিপিআইএম শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগ্যে শ্রীরামপুর অমূল্যকাননের সামনে অবস্থান ও প্রতিবাদ সভা হয়।