জেলা

আজকের হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ: ৮ই নভেম্বর:- -জয়দেব ঘোষ :- পান্ডুয়া:-২৬ নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ পান্ডুয়ায় হাজার হাজার মানুষের মিছিল । ‌

সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- চন্ডীতলা ১ এলাকার গনসংগঠনগুলির যৌথ উদ্যোগে ২৬ তাং সাধারণ ধর্মঘটের সমর্থনে গন কনভেনশনে অনুষ্ঠিত হয়।কনভেনশনে কমরেড স্বপন বটব্যাল কমরেড জগন্নাথ ঘোষ কমরেড ভক্তরাম পান কমরেড আজিম আলি কমরেড সোমনাথ ঘোষ কমরেড সাগর চন্দ্র নন্দী কমরেড তারকনাথ দত্ত সহ নেতৃত্ব আলোচনা করেন। কমরেড অশোক নিয়োগী কমরেড আশীষ চ্যাটার্জী কমরেড লক্ষী মালিক কমরেড শুকদেব দাসকে নিয়ে সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন।

সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-শিয়াখালায় কৃষক ও শ্রমিক বিরোধী বিলের প্রতিবাদে ২৬ শে নভেম্বর ২০ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন ।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রচার কে সামনে রেখে এদিন সিপিআই (এম) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে ৩ জায়গায়, মাহেশ বোসপাড়া বাজার, মানিকতলা বাজার ও টিনবাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচী..

সায়ঙ্ক মন্ডল:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) অন্তর্গত ২ নং শাখা অফিস নভেম্বর বিপ্লব উপলক্ষে সেজে উঠেছে।

সিদ্ধার্থ:-ডানকুনি:- নভেম্বর বিপ্লব ১০৪তম বছরে পদার্পণ করল। ডানকুনি পৌরসভা অঞ্চলের প্রত্যেকটি বুথে পতাকা উত্তোলন ও মাল্যদানের মাধ্যমে নভেম্বর বিপ্লবের কর্মসূচি পালন করা হয়।এই কর্মসূচিতে এলাকার বাম ছাত্র যুব,পার্টি সদস্যরা ছাড়াও বাম সর্মথক দরদী মানুষ এবং স্থানীয় মানুষজনের উপস্থিতি লক্ষ্যনীয়।

কৌশিক মালিক:—মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আরামবাগের তিরলে বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলন ও বাইক মিছিল অনুষ্ঠিত হয়।।

জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:- কোতরং:-সি পি আই (এম এল) লিবারেশন এর উদ্যোগে ২৬ নভেম্বর, ২০২০ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে কোতরং-হিন্দমোটর দেশবন্ধু পার্কে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় সি পি আই (এম) কোতরং ৭ নম্বর ওয়ার্ড শাখার কমরেডবৃন্দ অংশ নেন। পথসভায় প্রধান বক্তা ছিলেন সি পি আই (এম এল) লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড ডাঃ পার্থ ঘোষ। এই পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও সি পি আই (এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড পৃথ্বীশ ভট্টাচার্য। বামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ কর্মসূচির নিদর্শন হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।

বসুবাবু:- জাঙ্গীপাড়া:-মহান নভেম্বর বিপ্লব দিবসের দিন জাঙ্গিপাড়া ২ এরিয়া কমিটির অন্তর্গত রাজবলহাট ২ পূর্ব শাখার পার্টি কার্যালয় উদ্বোধন ও রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পালন করা হলো মহান নভেম্বর বিপ্লব দিবস।

শাসক তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের গুন্ডা বাহিনী উল্লিখিত পার্টি অফিস ভাঙচুর করেও সিপিআই(এম) পার্টির কার্যকলাপ বন্ধ করতে পারেনি ।এলাকার মানুষের আর্থিক এবং কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে পার্টি অফিস নতুন করে তৈরি হয়। উদ্বোধন করেন এলাকার কর্মী কমরেড বংশী মাঝি। পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা কমরেড মধুসূদন দাশ। উপস্থিত ছিলেন কমরেড শ্যামল পালধী,কমরেড নারায়ণ কোলে, কমরেড শংকর ঘোষ ও কমরেড গোবিন্দ মালিক সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী,ও সমর্থকরা।।

ডিওয়াইএফ আই আরামবাগ ১ নং লোকাল কমিটির উদ্যোগে আরামবাগের প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় বিনয় দত্ত এবং গন আন্দোলনের নেতা দীননাথ পোল্লের স্মরনে আরামবাগের কালিপুরে রক্ত শিবিরে একজন মহিলা সহ ৩৭ জন রক্তদান করেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।