রাজ্য

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর।


তুলসী কুমার সিংহ:চিন্তন নিউজ:২৪শে অক্টোবর:–গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ছাত্র।ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সুতী থানার বাজিতপুরের চন্দ্রপাড়া ঘাটের ঘটনা। ছাত্র দু’টির নাম হাসিবুল ইসলাম ও সুবের শেখ। হাসিবুল ঝাপগাছা হাইস্কুলের এবং সুবের আলিয়া মাদ্রাসার ছাত্র।

সুত্রের খবর এদের দুজনের বাড়ি সুতী থানার গোপালগঞ্জ। শোনা যায় চারজন কিশোর একসাথে গঙ্গায় স্নান করতে এসেছিল। স্নান করতে এসেই বিপত্তি। স্থানীয়দের তৎপরতায় ছেলেদের বাড়িতে খবর দেওয়া হয় এবং সুতী থানায়‌ও খবর দেওয়া হয়। ছেলেদের আনুমানিক বয়স পনেরো বছর।

বৃষ্টি মাথায় করে পুলিশ তল্লাশি শুরু করে।আজ বৃহস্পতিবার হাসিবুলের নিথর দেহ পাওয়া যায়।এখনো একজনকে পাওয়া যায় নি।এলাকায় শোকের ছায়া।

প্রতিদিন গঙ্গায় স্নান করতে আসতো ছেলেরা। সেদিন‌ও সাঁতার কেটে গঙ্গার ওপারে গেছিল, ফিরে আসার সময় এই দূর্ঘটনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।