রাজ্য

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্যতম নাম হুগলির ডঃ সুমিতা বাজপাই-প্রয়াত হয়েছেন ২রা আগস্ট।


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৪ আগষ্ট: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হুগলী জেলা কমিটির অন্যতম সহ সভাপতি ও রাজ্য কাউন্সিল সদস্যা ডাঃ সুমিতা বাজপাই গত ২রা আগষ্ট, ২০১৯ সন্ধ্যা ৫:১৫ মিনিটে উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যক্ষা বাজপাই সারাজীবন জনগনের বিশেষ করে নারী সমাজের মধ্যে বিজ্ঞানের সচেতনতা বৃদ্ধি করে জনজীবনের মনোন্নয়নের কাজে নিজেকে উৎসর্গ করেন৷

তিনি বালিগঞ্জ সায়েন্স কলেজের ডঃ অর্চনা শর্মা এবং কলিকাতা স্নাতকোত্তর মেডিক্যাল কলেজের ডঃ গীতা তালুকদারের যুগ্ম তত্বাবধানে গবেষণার কাজ করতেন। তাঁর বিষয় ছিল “chromosomal aberration among mentally retarded children”৷ ১৯৮২ সালে থিসিস জমা দিয়ে তিনি উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজে অধ্যাপিকা হিসেবে যোগদান করেন৷ ১৯৮৩ সালে তিনি ডক্টরেট ডিগ্রী লাভ করেন৷ এরপর তাঁর গবেষণার জন্য ১৯৮৪ সালে ১লা জানুয়ারী ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রাঁচি সম্মেলনে কনিষ্ঠা বিজ্ঞানী পুরস্কার লাভ করেন৷ ২০০০ সালে ডিসেম্বর মাসে তিনি হুগলী মহিলা মহাবিদ্যালয় থেকেই অবসর গ্রহণ করেন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্য কাউন্সিল ও ওই বছরেই রাজ্য কমিটির তিনি সদস্যা হন৷ তাঁর অসাধারন প্রেমা, ধৈয্য, বাগ্নীতা, কোন কিছু বিশ্লেষনের ক্ষমতা এবং জনগনের মধ্যে মিশে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা ছিল অপরিসীম৷ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হুগলী জেলা কমিটির পক্ষ থেকে অধ্যক্ষা ডঃ সুমিতা বাজপাইর প্রতি শ্রদ্ধা নিবেদন সহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।