দেশ রাজ্য

বি এস এন এল কর্মীদের আন্দোলনের পাশে চিত্রপরিচালক।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৪শে আগস্ট:–বি.এস.এন.এল এর ঠিকা কর্মী দের পাশে চলচ্চিত্র পরিচালক —- আজ সাত মাস হয়ে গেল বেতন পান না ঠিকা কর্মীরা—এরই প্রতিবাদে চলছে অনশন ধর্মঘট।। তাদের দাবী কলকাতা সার্কেলের যত ঠিকা কর্মী আছে তাদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে দিতে হবে বিএসএনএল কর্তৃপক্ষ কে।। কর্তৃপক্ষ যে ২৬ দিনের বদলে ২০ দিনের বেতনের কথা বলছে তাও অবিলম্বে বাতিল কর‍তে হবে।। বিএসএনএল কে বিভিন্ন মোবাইল পরিষেবা যে 4G প্রযুক্তি আছে তারও অনুমোদন দিতে হবে।। বিএসএনএল কে পরিকল্পনা মাফিক যে ধ্বংস করার চেষ্টা চলছে তা বন্ধ করতে হবে।। গত ১৬ ই আগস্ট থেকে দিনভর চলছে এই অনশন।। বিবাদী বাগের টেলিফোন দপ্তরের সামনে ম্যারাপ বেধে এই অনশন চালাচ্ছে অসহায় ঠিকাকর্মীরা।।এই আন্দলনে উৎসাহ দিতে হাজির চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।। তিনি ঠিকা কর্মীদের বলেন বিএসএনএল যখন এই মর্মান্তিক অসুবিধা র কথা বুঝতে চাইছে না তখন তাদের অমানবিককতার পরিচয়টায় স্পষ্ট হয়ে উঠে।। এই কর্মীরা যে সাত মাস বেতন পাচ্ছেন না তাতে তাদের পরিবার ও তারা নিজেরা এক ভয়ংকর অবস্থার মধ্যে পড়েছেন।।। খিদের জ্বালায় এখন পর্যন্ত সাতজন কর্মী আত্মহত্যা করেছেন——-ঔষুধ না পেয়ে চিকিৎসার খরচ বহন করতে না পেরে অনেকজন মারা গেছেন।।বিএসএনএল এর এই আচরন ক্ষমার অযোগ্য।। বিএসএনএল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র সরকার এই মৃত্যু উপত্যকা তৈরী করেছে।। যারা জনগনের কথা চিন্তা করে এই টেলিফোন পরিষেবা ধরে রাখেন তাদের প্রতি এই আচরন অত্যন্ত অমানবিক এবং লজ্জার বিষয়।। কমলেশ্বর বাবু এই মঞ্চে দাঁড়িয়ে আওয়াজ তোলেন “””দুনিয়ার মজদুর এক হও””…. তিনি বলেন এখন কেন্দ্রে যে একটা অমানবিক সরকার চলছে তারা সরকারি সব শিল্প —-পরিষেবা ক্ষেত্রের সর্বনাশ চাইছে।। দেশের সব কিছু বেসরকারি হাতে তুলে দেবার এক গভীর চক্রান্তে মেতে উঠেছে।।। রাস্ট্রয়াত্ত ক্ষেত্র জনগনের সম্পদ।। সেই সম্পদ রক্ষা করা শুধু কর্মী দের নয় আপামর জনগন কে এগিয়ে আসতে হবে।। রাজ্যের প্রতিটা মানুষ কে প্রতিবাদে সামিল হতে হবে।। কেন্দ্র সরকার যারা প্রতিবাদ করে তাদেরই দেশোদ্রোহী বলে —–তার প্রশ্ন এখন সরকার কে বলতে হবে কারা দেশদ্রোহী?? বাম শক্তির দেশভক্তি র প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে একমাত্র বামপন্থী রাই থাকে মেহনতি মানুষের পাশে।। সাধারন মানুষের দুঃখ কষ্টের পাশে একমাত্র বামেরাই থাকে।। বলেন এই মুক্তির দিশারী এই শক্তির পাশে সকলের থাকাটাই মানবিকতার পরিচয়।।।। এদিন দফায় দফায় আসেন আন্দোলনের সামনের সারিতে থাকা সংগঠকরা।। বেলাতে তারা যান সিআইটিউ ডাকা রাজ্যের শ্রমদপ্তর অভিযান কর্মসুচীতে যোগ। দিতে।। বিভিন্ন সংগঠকরাও যোগ দেন এই কর্মসুচীতে।। উপস্থিত ছিলেন বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সহ ঠিকা মজদুর ইউনিয়ন এর নেতৃত্ব।।ফ্লাগ—ফেস্টুন —–হাতে লেখা পোস্টার এ লিখে তাদের দাবিগুলি তুলে ধরে তারা মিছিল এ পা মেলান।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।