জেলা

হুগলি জেলার খবর:-


২৫ শে জুলাই- চিন্তন নিউজ:- অভীক ঘোষ:-বীর শহীদ জওয়ান সফিউল ইসলাম বানিজ্য বিভাগে জিরাট কলেজে পাঠরত অবস্থায় ১৯৯৪ সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীতে (BSF) যোগদান করেন।২০০২ সালের ২৪শে জুলাই কাশ্মীরে জঙ্গীদের সাথে লড়াইয়ে শহীদ হন। এই বীর শহীদের শহীদ দিবসটি যথাযথ মর্যাদায় এস এফ আই / ডি ওয়াই এফ আই পালন করে এসেছে। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হল শহীদ দিবস। ৫জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের অর্থিক সাহায্য ও করা হয়েছে।

শঙ্কর কুশারী:-হুগলি জেলার চন্দননগরের স্বনামধন্য নৃত্যশিল্পী মিত্রা চট্টোপাধ্যায় এর স্মরণে সবুজের অভিযানের দোতলার ঘরে শোকসভার আয়োজন করা হয়েছিল আজ বিকেলে। শহরের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রয়াতা শিল্পীর ছবিতে মাল্যদান করা হয় । একের পর এক বক্তার স্মৃতিচারণে উঠে আসে মিত্রা চট্টোপাধ্যায়ের সংগ্রামী ঋজু চরিত্রের, তাঁর অনন্য শিল্প ভাবনার, তাঁর সর্বংসহা চরিত্রের চেনা অচেনা নানান দিক । শ্রদ্ধা নিবেদিত হয় সংগীতের মূর্ছনায় । স্মৃতিচারণ করেন আরো অনেকের সঙ্গে মিত্রার ভাই বরুণ সেনগুপ্ত এবং মিত্রার কন্যা এনাক্ষী চট্টোপাধ্যায় । সন্ধ্যা ৬টার সময়ে অনুষ্ঠানের সূচনা করেন সবুজের অভিযানের কর্ণধার বিশ্বজিত মুখোপাধ্যায় । দেড় ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী । ড: কুনাল সেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হল । মিত্রা কিন্তু থেকে গেলেন সকলের হৃদয়ের মণিকোঠায় । থেকে যাবেন চিরকাল । মিত্রারা যে মৃত্যুঞ্জয়ী ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।