জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ পরিক্রমা।


চিন্তন নিউজ ২১/৮/২৩- অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন — আজ সি পি আই (এম )জয়নগর -১নং এরিয়া কমিটির অভন্তরে হরিনারায়ণ পুর অঞ্চলের যে সমস্ত প্রার্থীরা এবং পার্টির কর্মীরা cpim এর হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করেছিলেন তাঁদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। কারণ বুথ দখল করে , ব্যালট বক্সে কারচুপি করে তৃণমূল জিতে গেলেও মানুষের রায়ে বামপন্থী রাই জয়ী। উপস্থিত ছিলেন সি পি আই (এম )জয়নগর -১নং এরিয়া কমিটির সম্পাদক তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল ওদুদ মোল্লা, DYFI এর রাজ্য কমিটির সহ সভাপতি অপূর্ব প্রামানিক সহ আরও অন্যান্য বাম নেতৃবৃন্দ।

চন্দনা বাগচীর প্রতিবেদন (বাটা -মহেশতলা ) — মৃত্যুফাঁদে পরিণত হওয়া বজবজ রোড দ্রুত সংস্কারের দাবীতে, গঙ্গার পার ধরে বে –আইনি নির্মাণের প্রতিবাদে এবং তৃণমূল বিজেপির ঘৃণ্য বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সি. পি. আই.(এম )বাটা -মহেশতলা এরিয়া কমিটির ডাকে বাটা মোড়ে দীর্ঘক্ষনের অবস্থান বিক্ষোভ চলে। দীর্ঘক্ষন চলা অবস্থানে বক্তব্য রাখেন cpim নেতা রতন বাগচী, প্রভাত চৌধুরি, কৌস্তভ চ্যাটার্জী, সুবাশিষ মজুমদার, রিজু রেখ দাসগুপ্ত, রাজা মিত্র, শম্ভু নস্কর, মানস রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ, এছাড়া ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি বর্গ। মানুষের দাবীতে এই অবস্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পাশে ছিলেন। তাঁদের উপস্থিতি ও ছিলো প্রচুর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।