জেলা

হুগলি জেলা সংবাদ


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৪ শে মার্চ: আজ চন্ডীতলার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড মহম্মদ সেলিম প্রচার সারলেন। ওই এলাকার মা বোনরা প্রার্থীকে পেয়ে সব কাজ ফেলে ঘর থেকে বেরিয়ে এসে পরিচিত হন প্রার্থীর সাথে।

আজ সকালে গৌহাটী মোড়ে রাজমিস্ত্রী, রং মিস্ত্রীদের সঙ্গে প্রাথী কমরেড শক্তি মোহন মালিকের জনসংযোগ। চুঁচুড়ার মানুষ বলছেন কোনো কাটমানি খোর বা বহিরাগত নয় এবার গরীবের ডাক্তার কমরেড প্রনব কুমার ঘোষই জিতবেন। আজ প্রণব ঘোষের সমর্থনে ১৬ নং এবং ১৭ নং ওয়ার্ড প্রার্থী প্রচারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।