জেলা

দুঃসময়ে মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ


সন্দীপ সিংহ: চিন্তন নিউজ:২৯শে এপ্রিল: সত্যিই অদ্ভুত এক আঁধারের মধ্যে রয়েছে গোটা মানব জাতি। লক ডাউন পরিস্থিতিতে মনে পড়ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন – “মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও…”। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,বলাগড় বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা বলাগড়ের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় কিছু অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কিছু ত্রাণ সামগ্রী হাতে তুলে দিয়ে, দুঃস্থ কিছু পরিবারের পাশে থাকতে চেষ্টা করেছে।

গত ১২ এপ্রিল, সোমড়াতে স্থানীয় দুটি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যৌথ ভাবে প্রায় ২০০ টি পরিবারের হাতে ২কেজি চাল, ১কেজি আলু, ২০০ গ্রাম ডাল এক প্যাকেট সোয়াবিন বড়ি তুলে দেওয়া হয়। ১৫ এপ্রিল, আর একটি গ্রামে বলাগড় বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি, অজয় বারিকের ব্যক্তিগত উদ্যোগে ৪০টি পরিবারের হাতে অনুরূপ সামগ্রী ত্রাণ স্বরূপ তুলে দেওয়া হয়। ১লা বৈশাখের দিন কিছু স্থানীয় উৎসাহী যুবকের সহযোগিতায় কেন্দ্রের সম্পাদক, শ্রী বিধান চন্দ্র পাল একটি গ্রামের প্রায় ৬০জন মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করেন।

গত ২৬ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোমড়াতে একটি নাট্যগোষ্ঠি ও ক্রীড়া সংঘের সঙ্গে যৌথ ভাবে ২৭৬ টি পরিবারের হাতে চাল, ডাল, সোয়াবিন, আলু এবং কিছু মানুষের হাতে কিছু প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। বলাগড়ের মিলনগড়ে, বলাগড় বিজ্ঞান কেন্দ্রের গৌতম সরকার, পিয়ালী বাড়ৈ, স্বরূপা শীল সহ সক্রিয় সদস্যরা গ্রামের কিছু দায়িত্ব সচেতন মানুষের সহযোগিতায়, শতাধিক মানুষের হাতে চাল, ডাল, তেল,সাবান তুলে দেন ঐ দিন অর্থাৎ ২৬ এপ্রিল। কেন্দ্রের সদস্যরা আগামী দিনেও এই ” দুঃসময় ” এ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।